বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

ভাঙছে ঊর্মিলা মাতন্ডকরের ৮ বছরের সংসার

বলিউডে প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের মতো জুটিও বয়সের বড় ব্যবধান নিয়ে সুখী সংসার করছেন, তবে ঊর্মিলা-মহসিনের ক্ষেত্রে সেই সমীকরণটা দীর্ঘস্থায়ী হলো না বলেই মনে করা হচ্ছে।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বয়সের পার্থক্যকে তুচ্ছ করে ভালোবেসে বিয়ে করেছিলেন কাশ্মীরি ব্যবসায়ী মহসিন আখতারকে। কিন্তু আট বছরের দাম্পত্য জীবনের পর, এবার সেই সম্পর্কই ভাঙনের মুখে। বলিউডের ‘রঙ্গিলা গার্ল’ খ্যাত অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর এবং তাঁর স্বামী মহসিনের বিচ্ছেদের গুঞ্জন সত্যি হতে চলেছে।

২০১৪ সালে ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার ভাইঝির বিয়েতে প্রথম দেখা হয়েছিল ঊর্মিলা এবং মহসিনের। ঊর্মিলা তখন ৫০-এর কোঠায়, আর মহসিন তাঁর চেয়ে প্রায় ১০ বছরের ছোট। দুই বছর প্রেমের পর, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি তাঁরা ঘরোয়া আয়োজনে বিয়ে করেন।

২০২৪ সালের শুরু থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, এই তারকা দম্পতির সম্পর্কে চিড় ধরেছে এবং তাঁরা আলাদা থাকছেন। প্রথমে এই বিষয়ে তাঁরা কেউই মুখ না খুললেও, সম্প্রতি বিচ্ছেদের খবরটি আরও জোরালো হয়েছে।

যদিও বলিউডে প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের মতো জুটিও বয়সের বড় ব্যবধান নিয়ে সুখী সংসার করছেন, তবে ঊর্মিলা-মহসিনের ক্ষেত্রে সেই সমীকরণটা দীর্ঘস্থায়ী হলো না বলেই মনে করা হচ্ছে।

মাত্র ৩ বছর বয়সে ‘কর্ম’ সিনেমার মাধ্যমে শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে পা রাখা ঊর্মিলা মাতন্ডকর নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম শীর্ষ নায়িকা ছিলেন। বিয়ের পর তিনি অভিনয় জগৎ থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন। এবার তাঁর সংসার ভাঙার খবরে মন খারাপ তাঁর অগণিত ভক্তের।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0