এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: পোশাক নিয়ে বিতর্ক, ঠোঁটের ফিলার সরানো নিয়ে সমালোচনা— সবেতেই তিনি খবরের শিরোনামে। তবে এবার ইন্টারনেট সেনসেশন উরফি জাভেদ আলোচনায় এলেন সম্পূর্ণ ভিন্ন এক কারণে। প্রথমবারের মতো তিনি স্বীকার করলেন, তিনি প্রেমে পড়েছেন। আর তাঁর প্রেমিক আর কেউ নন, দিল্লির ৬ ফুট ৪ ইঞ্চি লম্বা এক তরুণ, যাঁর সঙ্গে দেখা হওয়ার কারণেই নাকি ভেঙে গিয়েছিল সেই তরুণের সম্বন্ধ করে ঠিক হওয়া বিয়ে!
সম্প্রতি এক সাক্ষাৎকারে উরফি জাভেদ তাঁর এই নতুন সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, তাঁর প্রেমিকের সঙ্গে তাঁর দেখা হয়েছিল হঠাৎ করেই, যখন ছেলেটির পরিবারের পক্ষ থেকে অন্য এক মেয়ের সঙ্গে তাঁর বিয়ের প্রস্তুতি চলছিল।
উরফির ভাষায়, “আমাদের দেখা হয়ে গিয়েছিল হঠাৎ করেই, হয়তো দেখা হওয়ারই ছিল। তখন ওর সম্বন্ধ করে বিয়ের কথা চলছিল, কিন্তু সম্মতি না থাকায় তা হয়নি।” উরফির এই কথাতেই স্পষ্ট, তাঁর সঙ্গে দেখা হওয়ার পরই তাঁর প্রেমিক পরিবারের ঠিক করা বিয়েতে অসম্মতি জানান।
উরফি জানিয়েছেন, তাঁর প্রেমিক প্রচারের আলো থেকে সম্পূর্ণ দূরে থাকতে চান। তিনি এতটাই লাজুক যে, পাপারাজ্জিদের দেখলেই জনসমক্ষে আসতে অস্বস্তি বোধ করেন। উরফির দাবি, তাঁর প্রেমিককে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমেও খুঁজে পাওয়া যাবে না।
সব মিলিয়ে, যিনি সর্বদাই বিতর্কের কেন্দ্রে থাকেন, সেই উরফি জাভেদের জীবনের এই নতুন প্রেমের অধ্যায় তাঁর ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল এবং আগ্রহ তৈরি করেছে। এখন দেখার অপেক্ষা, কবে তিনি তাঁর এই রহস্যময় প্রেমিকের পরিচয় প্রকাশ্যে আনেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0