বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

নব্বইয়ের দুই নায়িকা এবার একসঙ্গে, প্রাইম ভিডিওর নতুন চমক

অনেকেই মন্তব্য করে অনুরোধ জানিয়েছেন, এই অনুষ্ঠানে যেন অতিথি হিসেবে কাজল ও টুইঙ্কেলের স্বামী, অর্থাৎ জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন এবং অক্ষয় কুমারকে আমন্ত্রণ জানানো হয়।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: এবার সম্পূর্ণ নতুন ভূমিকায় আবির্ভূত হতে চলেছেন নব্বই দশকের জনপ্রিয় দুই বলিউড অভিনেত্রী কাজল এবং টুইঙ্কেল খান্না। প্রথমবারের মতো একসঙ্গে তাঁরা একটি টক শো সঞ্চালনা করতে যাচ্ছেন। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওর জন্য নির্মিত এই অনুষ্ঠানটির শিরোনাম রাখা হয়েছে ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’


মঙ্গলবার (২২ জুলাই) প্রাইম ভিডিওর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই নতুন অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রথম ঝলক হিসেবে একটি ছবিও প্রকাশ করা হয়েছে, যেখানে কাজল ও টুইঙ্কেলকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়। এর সঙ্গে একটি ক্যাপশনও জুড়ে দেওয়া হয়েছে, যার ফলে অনুষ্ঠানটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।


এই ঘোষণার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। ভক্তদের অনেকেই মন্তব্য করে অনুরোধ জানিয়েছেন, এই অনুষ্ঠানে যেন অতিথি হিসেবে কাজল ও টুইঙ্কেলের স্বামী, অর্থাৎ জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন এবং অক্ষয় কুমারকে আমন্ত্রণ জানানো হয়।

তবে, অনুষ্ঠানটি কবে থেকে সম্প্রচারিত হবে বা অতিথি তালিকায় আর কারা থাকবেন, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি প্রাইম ভিডিও কর্তৃপক্ষ। 


উল্লেখ্য, কাজল সম্প্রতি ‘মা’ সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন এবং তাঁর অভিনীত ‘সারজামীন’ ছবিটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে, টুইঙ্কেল খান্না অভিনয় জগত থেকে দূরে থাকলেও, একজন সফল লেখিকা হিসেবে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। নব্বইয়ের দশকের জনপ্রিয় এই দুই তারকার বুদ্ধিদীপ্ত এবং খোলামেলা উপস্থাপনা দর্শকদের জন্য হয়তো এক নতুন ধরনের বিনোদন নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। 

বাংলাফ্লো/এইচএম  

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0