এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর অন্যতম স্তম্ভ তিনি। ‘বাম্পার লটারি’র মতো চরিত্রে অভিনয় করে যিনি দর্শকদের হাসিয়েছেন বছরের পর বছর, সেই জনপ্রিয় কমেডিয়ান কিকু শারদা নাকি কপিল শর্মার শো ছেড়ে দিচ্ছেন! সম্প্রতি জনপ্রিয় পাপারাজ্জি হ্যান্ডেল ‘ভাইরাল ভায়ানি’র একটি পোস্টের পর থেকেই এই গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে সহ-অভিনেতা কৃষ্ণা অভিষেকের সঙ্গে তাঁর তর্কাতর্কির একটি ভাইরাল ভিডিও।
জানা গেছে, কিকু শারদা ‘রাইজ অ্যান্ড ফল’ নামে একটি নতুন রিয়েলিটি শো-তে কাজের জন্য চুক্তি সই করেছেন, যা খুব শিগগিরই আমাজন এমএক্স প্লেয়ারে (Amazon MX Player) স্ট্রিম হবে। শো-টি হোস্ট করবেন ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভার। মনে করা হচ্ছে, এই নতুন শো-এর কারণেই তিনি কপিলের শো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এরই মাঝে, সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর সেটে কিকু শারদা এবং কৃষ্ণা অভিষেকের মধ্যে তীব্র কথা কাটাকাটি হতে দেখা যায়।
ভিডিওতে কিকুকে বলতে শোনা যায়, “আমি কি শুধু টাইমপাস করছি?”
এতে বিরক্ত হয়ে কৃষ্ণা উত্তর দেন, “তাহলে ঠিক আছে, আপনি-ই করুন। ...আমি এখান থেকে চলে যাচ্ছি।”
উত্তরে কিকু বলেন, “যেহেতু আমাকে ডাকা হয়েছে, তাই আগে আমার অংশটা শেষ করতে দিন।”
যদিও এই বাকবিতণ্ডাটি আসল নাকি সাজানো, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, তবে এই ভিডিওটি কিকুর শো ছাড়ার গুঞ্জনকে আরও জোরালো করেছে।
কিকু শারদা নিজে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে যদি তিনি সত্যিই শো ছেড়ে দেন, তবে তা কপিল শর্মার টিমের জন্য এবং দর্শকদের জন্য এক বিরাট ধাক্কা হবে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0