বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

এশিয়ার সবচেয়ে বড় বাজেটের ছবি নিয়ে আসছেন রাজামৌলি

এস. এস. রাজামৌলি কেনিয়ার প্রধানমন্ত্রী, ক্যাবিনেট সচিব এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা করেন। রাজামৌলী জানান, ছবিটি বিশ্বজুড়ে প্রায় ১২০টি দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ‘বাহুবলী’ এবং ‘আরআরআর’-এর পর, কিংবদন্তি পরিচালক এস. এস. রাজামৌলি এবার নিয়ে আসছেন তাঁর পরবর্তী মহাকাব্যিক সিনেমা, যার শিরোনাম রাখা হয়েছে ‘এসএসএমবি ২৯’ (SSMB29)। দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু এবং গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে নির্মিতব্য এই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে। সম্প্রতি কেনিয়ায় ছবিটির একটি বড় অংশের শুটিং শেষ হয়েছে এবং জানা গেছে, এটি হতে চলেছে এশিয়ার সিনেমার ইতিহাসে অন্যতম বড় বাজেটের একটি ছবি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই সিনেমার বাজেট প্রায় ১৩৫ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ১১৮৮ কোটি টাকা! শুটিং চলাকালীন, পরিচালক এস. এস. রাজামৌলি কেনিয়ার প্রধানমন্ত্রী, ক্যাবিনেট সচিব এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা করেন। রাজামৌলী জানান, ছবিটি বিশ্বজুড়ে প্রায় ১২০টি দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

গত এপ্রিল মাসে ছবিটির শুটিং শুরু হয়। আফ্রিকার মনোরম এবং জনপ্রিয় লোকেশন যেমন— মাসাই মারা, লেক নাইভাশা এবং মাউন্ট কিলিমাঞ্জারোর আশেপাশে সিনেমার গুরুত্বপূর্ণ সব দৃশ্য ধারণ করা হয়েছে।

ছবিটিতে মহেশ বাবু এবং প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও, একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মালয়ালম তারকা পৃথ্বীরাজ সুকুমারন।

শোনা যাচ্ছে, ‘বাহুবলী’র মতো ‘এসএসএমবি ২৯’-ও নাকি দুটি পর্বে মুক্তি পেতে পারে, যদিও নির্মাতারা এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

সব মিলিয়ে, রাজামৌলির পরিচালনা, মহেশ-প্রিয়াঙ্কার নতুন জুটি এবং এমন বিশাল আয়োজন— সবকিছুই ‘এসএসএমবি ২৯’-কে ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম বড় এবং প্রতীক্ষিত প্রজেক্টে পরিণত করেছে।

বাংলাফ্লো/এইচএম  

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0