এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ধর্ষণের মতো গুরুতর অভিযোগে গ্রেপ্তার হলেন জনপ্রিয় হিন্দি টিভি সিরিয়ালের পরিচিত মুখ, অভিনেতা আশিস কাপুর। বুধবার (৩ সেপ্টেম্বর) পুনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত ১১ আগস্ট একটি হাউস পার্টিতে এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল।
পুনে নর্থের পুলিশ কর্মকর্তা রাজা বান্থিয়া জানিয়েছেন, অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই আশিস কাপুর পালিয়ে বেড়াচ্ছিলেন। তাঁর গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। তিনি প্রথমে গোয়াতে যান এবং পরে সেখান থেকে পুনেতে যান, যেখানে পুলিশের জালে তিনি ধরা পড়েন।
তবে এই মামলায় অভিযোগকারীর বয়ানে কিছু অসংগতি রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অভিযোগকারী প্রথমে জানিয়েছিলেন, আশিসের আয়োজন করা পার্টিতে অন্য দুই ব্যক্তি তাঁকে ধর্ষণ করে।
কিন্তু এর ৭ দিন পর, ১৮ আগস্ট, তিনি তাঁর বয়ান বদল করে জানান, আশিস কাপুর একাই তাঁকে ধর্ষণ করেছেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে এবং আশিস কাপুরকে জিজ্ঞাসাবাদের পরই পুরো বিষয়টি স্পষ্ট হবে।
আশিস কাপুর হিন্দি টেলিভিশনের একজন পরিচিত অভিনেতা। তিনি ‘লাভ ম্যারেজ’, ‘প্রতিজ্ঞা ২’, ‘নন্দিনী’-সহ বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন। তবে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান স্টার প্লাসের দীর্ঘমেয়াদী ধারাবাহিক ‘ইয়ে রিস্তা কিয়া কেহে্লেতা হ্যায়’-তে নিখিল চরিত্রে অভিনয় করে। এমন একজন পরিচিত অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায়, হিন্দি টেলিভিশন জগতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0