রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

অভিনয় ছেড়ে ছেলেদের নিয়েই থাকতে চান ‘বরফি’র নায়িকা

তিনি সেই খ্যাতির মোহে না ছুটে, সংসার এবং মাতৃত্বের আনন্দকেই উপভোগ করতে চান

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বিয়ে এবং দুই সন্তানের জন্মের পর, অভিনয় জগৎ থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন ‘বরফি’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। সম্প্রতি তিনি জানিয়েছেন, এই মুহূর্তে বলিউডে ফেরার কোনো তাৎক্ষণিক পরিকল্পনা তাঁর নেই। আপাতত দুই ছেলেকে সময় দেওয়াটাই তাঁর জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার।

নেহা ধুপিয়ার টক শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে ইলিয়ানা জানান, “আমার দুই সন্তান খুবই ছোট, সেই কারণে এখন তাদের সময় দিতে চাই।” ‘বরফি’-এর মতো সফল সিনেমার খ্যাতি থাকা সত্ত্বেও, তিনি সেই খ্যাতির মোহে না ছুটে, সংসার এবং মাতৃত্বের আনন্দকেই উপভোগ করতে চান।

২০২৩ সালে স্বামী মাইকেল ডোলানের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন ইলিয়ানা। বর্তমানে তিনি স্বামী এবং দুই সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসবাস করছেন। ২০২৩ সালের আগস্টে তাঁর প্রথম পুত্রসন্তান, কোয়া ফিনিক্স ডোলান, জন্মগ্রহণ করে। এরপর চলতি বছরের, অর্থাৎ ২০২৫ সালের, জুন মাসে তিনি দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দেন।

ইলিয়ানা জানান, “সন্তানরা এখন তার জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার।”

তাঁকে সর্বশেষ বিদ্যা বালান ও প্রতীক গান্ধীর সঙ্গে ‘দো অউর দো প্যায়ার’ সিনেমায় দেখা গিয়েছিল, তবে ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। আপাতত, তিনি যে অভিনয় থেকে এক লম্বা বিরতি নিচ্ছেন, তা তাঁর কথাতেই স্পষ্ট।

 বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0