বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫

শ্রীলঙ্কার সৈকতে উষ্ণতা ছড়াচ্ছেন টয়া

“ফ্রম ক্যাজুয়াল টু কুল ,টপ ফ্রম সেলিব্রেটিস চয়েস”

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ছোট পর্দার জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া যিনি কিছুদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন। তবে ভক্তদের জন্য সুখবর হলো, তিনি শীঘ্রই নতুন কাজ নিয়ে ফিরছেন। বর্তমানে তিনি বেশ কয়েকটি নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করছেন। আর এই কাজে ফেরার আগেই, নিজেকে চনমনে করে নিতে তিনি পাড়ি জমিয়েছেন শ্রীলঙ্কায়। সেখান থেকেই সমুদ্রসৈকতে কাটানো নানা মুহূর্তের ছবি শেয়ার করছেন তিনি।

সম্প্রতি, টয়া শ্রীলঙ্কার আহানগামা সৈকতে ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি তাঁর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ছবিগুলোতে তাঁকে বেশ প্রাণবন্ত দেখাচ্ছে। ছবিগুলো ভিন্ন ভিন্ন পোষ্টে আলাদা ক্যাপশন দিয়েছেন তিনি। একটাতে তিনি লিখেছেন, “ফ্রম ক্যাজুয়াল টু কুল ,টপ ফ্রম সেলিব্রেটিস চয়েস” 

তাঁর এই নতুন ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্ত-অনুরাগীদের মধ্যে সাড়া ফেলেছে। ভক্তরা মন্তব্যের ঘরে তাঁকে ভালোবাসা এবং শুভকামনা জানিয়েছেন। একজন লিখেছেন, “ভালোবাসা অবিরাম।” আরেকজন লিখেছেন, “খুব সুন্দর লাগছে।”

উল্লেখ্য, ২০১০ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় পঞ্চম স্থান অধিকার করে বিনোদন জগতে টয়ার যাত্রা শুরু। এরপর তিনি নাটক, বিজ্ঞাপন এবং স্বল্পদৈর্ঘ্য সিনেমায় কাজ করে ব্যাপক পরিচিতি লাভ করেন।

১৯৯১ সালের ২৪ এপ্রিল রাঙামাটিতে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মুমতাহিনা টয়া । তার পারিবারিক নাম মুমতাহিনা চৌধুরী টয়া। তবে তিনি টয়া নামেই বহুল পরিচিত। তার বাবা পেশায় একজন ব্যবসায়ী এবং মা স্কুলশিক্ষিকা। দুই বোনের মাঝে টয়া ছোট। টয়া ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারে পঞ্চম স্থান অধিকার করেছিলেন।

ব্যক্তিগত জীবনে টয়া বিবাহিত। তার প্রেমিক অভিনেতা সায়েদ জামান শাওনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। ২০১৯ সালের শেষের দিকে ভারতে একটি অভিনয় প্রশিক্ষণ কর্মশালাতে অংশগ্রহণের সময় শাওনের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি শাওনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী।


অনেকদিন পর টয়ার এই নতুন কাজের খবর এবং তাঁর শ্রীলঙ্কা ভ্রমণের ছবি— দুটোই তাঁর ভক্তদের জন্য এক আনন্দের বার্তা বয়ে এনেছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0