বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫

মা-মেয়ের আবেগঘন মুহূর্ত, রাজ কাপুর পুরস্কারে সম্মানিত কাজল

“যে মঞ্চে একদিন মা দাঁড়িয়েছিলেন, আজ আমি দাঁড়িয়েছি। এই অনুভব ভাষায় প্রকাশ করার নয়। জন্মদিনে এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না।”

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ৫ আগস্ট,মঙ্গলবার ছিল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলের ৫১তম জন্মদিন। তবে এবারের জন্মদিনটি তাঁর কাছে শুধু একটি সাধারণ জন্মদিন ছিল না, এটি পরিণত হয়েছিল এক ঐতিহাসিক এবং আবেগঘন মুহূর্তে। এদিন মুম্বাইয়ে অনুষ্ঠিত মহারাষ্ট্র স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড ২০২৫-এর মঞ্চে কাজলের হাতে তুলে দেওয়া হয় সম্মানজনক রাজ কাপুর পুরস্কার। আর এই বিশেষ সম্মান গ্রহণ এর এই মাহেন্দ্রক্ষণে তার সাথে উপস্থিত ছিলো তাঁর মা, বর্ষীয়ান অভিনেত্রী তনুজা, এবং কাজলের পরনে ছিল মায়েরই একটি শাড়ি।

এই পুরস্কারপ্রাপ্তির মুহূর্তটি আরও বেশি তাৎপর্যময় হয়ে ওঠে কারণ, কিংবদন্তি অভিনেত্রী তনুজাও অতীতে একই রাজ কাপুর পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। যে মঞ্চে দাঁড়িয়ে একদিন মা এই সম্মান গ্রহণ করেছিলেন।

এই আবেগঘন মুহূর্তে কাজল মারাঠি ভাষায় বলেন, “যে মঞ্চে একদিন মা দাঁড়িয়েছিলেন, আজ আমি দাঁড়িয়েছি। এই অনুভব ভাষায় প্রকাশ করার নয়। জন্মদিনে এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না।”

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস নিজ হাতে এই পুরস্কার তুলে দেন কাজলের হাতে । অনুষ্ঠানস্থলে মা-কন্যার এই যুগল উপস্থিতি এবং কাজলের এই বক্তব্য উপস্থিত দর্শকদের মধ্যে এক আবেগঘন পরিবেশ তৈরি করে।

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘ফানাহ’-এর মতো অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয় করে কাজল কয়েক দশক ধরে দর্শকদের মন জয় করেছেন। ভারতীয় চলচ্চিত্রে তাঁর এই অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবেই তাঁকে এই সম্মানজনক পুরস্কারে ভূষিত করা হয়।

এই সন্ধ্যাটি কাজলের জন্য শুধু একজন সফল অভিনেত্রী হিসেবে নয়, একজন গর্বিত কন্যা হিসেবেও স্মরণীয় হয়ে থাকবে।বলিউড নেপোটিজমের যুগে, বলিউডে শুধু তারকারাই নন, তাঁদের উত্তরসূরিরাও নিজেদের যোগ্যতায় ইতিহাস তৈরি করেন।

বাংলাফ্লো/এইচএম  

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0