বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫

ফেসবুকে ভিডিও পোস্ট করে প্রশাসনের সাহায্য চাইলেন ডিপজল

গত ৩০ জুলাই আজিজুর রহমান টাইগার, দিলশাদ, সাইদুর রহমান এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন ব্যক্তি নাভানা সিএনজি সেন্টারে জোরপূর্বক প্রবেশ করে। তারা প্রতিষ্ঠানের সাইনবোর্ড ভেঙে ফেলে এবং নিজেদের সাইনবোর্ড লাগানোর চেষ্টা করে। এ সময় তারা সেখানকার কর্মচারীদের মারধর করে, ভয়ভীতি দেখায় এবং হুমকি প্রদান করে।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের কল্যাণপুরস্থ জমি জোরপূর্বক দখলের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ৩০ জুলাই একদল দুর্বৃত্ত তাঁর জমিতে অবস্থিত ‘নাভানা সিএনজি কনভার্শন সেন্টার’-এ হামলা চালিয়ে সাইনবোর্ড ভাঙচুর করে এবং কর্মচারীদের মারধর ও হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় ডিপজলের পক্ষ থেকে দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তিনি প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

ডিপজলের ম্যানেজার মো. আব্দুল গণি জানান, গত ৩০ জুলাই আজিজুর রহমান টাইগার, দিলশাদ, সাইদুর রহমান এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন ব্যক্তি নাভানা সিএনজি সেন্টারে জোরপূর্বক প্রবেশ করে। তারা প্রতিষ্ঠানের সাইনবোর্ড ভেঙে ফেলে এবং নিজেদের সাইনবোর্ড লাগানোর চেষ্টা করে। এ সময় তারা সেখানকার কর্মচারীদের মারধর করে, ভয়ভীতি দেখায় এবং হুমকি প্রদান করে।

এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ এবং জিডির কপি (জিডি নং-১৭৮) গত ৪ আগস্ট ডিপজল তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে লেখেন, “তাদের এই কার্যক্রম সম্পূর্নভাবে বেআইনি, জবরদখলমূলক এবং আমাদের শান্তিপূর্ণ ব্যবসা পরিচালনায় গুরুতর বিঘ্ন সৃষ্টি করেছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে, অবিলম্বে এ ধরনের জোরপূর্বক অবৈধ দখল প্রচেষ্টা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।”

এই ঘটনায় চলচ্চিত্র অঙ্গনের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক চলচ্চিত্র শিল্পী সমিতির একজন কার্যনির্বাহী সদস্য বলেন, “ডিপজল চলচ্চিত্রের অকৃত্রিম বন্ধু। একটি কুচক্রী মহল তাকে নানাভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এখন তার জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের পাঁয়তারা করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

চলচ্চিত্র পরিচালক সমিতির একজন প্রবীণ সদস্য বলেন, “সিনেমার উন্নয়নে ডিপজল সবসময়ই উদ্যোগ নিয়ে থাকেন। ...তাকে হয়রানি করার জন্য একটি চক্র উঠেপড়ে লেগেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

সব মিলিয়ে, চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ডিপজলকে হয়রানি করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র। তাঁরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0