এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: আজ ২২শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস। বাংলা ১৩৪৮ সনের এই দিনে (ইংরেজি ৭ আগস্ট, ১৯৪১) তিনি কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাঙালির জীবনে তাই ২২শে শ্রাবণ দিনটি রবীন্দ্রনাথের কবিতার পঙক্তির মতোই— ‘শ্রাবণের বারিধারা ঝরিছে বিরামহারা’। কবিগুরুর এই প্রয়াণ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।
মৃত্যুর কিছুদিন আগেও রবীন্দ্রনাথ ছিলেন সৃষ্টিশীল। জানা যায়, ১৩৪৮ সনের শ্রাবণ মাসে অসুস্থ হয়ে পড়ার পর, ৩০ জুলাই তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। সেই রোগশয্যায় শুয়ে শুয়েই তিনি মুখে মুখে তাঁর শেষ রচনাগুলো বলতেন এবং রবীন্দ্রস্নেহধন্যা রানী চন্দ সেগুলো অনুলিখন করতেন। মহাপ্রয়াণের মাত্র কয়েক দিন আগেই এভাবেই সৃষ্টি হয়েছিল তাঁর শেষ কবিতা, ‘তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি’।
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রশিল্পী, সংগীতস্রষ্টা এবং দার্শনিক। ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম বাঙালি এবং এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। তাঁর গান ও কবিতা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে জুগিয়েছে অসীম অনুপ্রেরণা এবং তাঁর লেখা ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গানটিই আজ বাংলাদেশের জাতীয় সংগীত।
বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।
ছায়ানট: আজ, বুধবার, সন্ধ্যা ৭টায় ছায়ানট ভবনে গীতি আলেখ্যসহ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা সবার জন্য উন্মুক্ত।
বাংলা একাডেমি: আগামীকাল, বৃহস্পতিবার, বিকেল ৪টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে দেশের বিশিষ্ট গবেষক ও সমালোচকরা আলোচনা করবেন। এ ছাড়াও, বাংলাদেশ টেলিভিশন, বেতার এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।
তিনি গত হওয়ার ৮৪ বছর পেরিয়ে গেলেও, রবীন্দ্রনাথ আজও তাঁর সৃষ্টির মাধ্যমে বাঙালির মননে ও সংস্কৃতিতে সমানভাবে প্রাসঙ্গিক এবং জীবন্ত।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0