বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫

অ্যাপলের সবচেয়ে সফল সিনেমা এখন ব্র্যাড পিটের ‘এফ১’

চলতি বছরের বক্স অফিসের দৌড়ে ‘এফ১’-এর সামনে রয়েছে শুধুমাত্র ‘সুপারম্যান’। সিনেমাটি বিশ্বজুড়ে ৫৫০ মিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছে।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: হলিউড সুপারস্টার ব্র্যাড পিটের রেসিং ড্রামা মুভি ‘এফ১’ বক্স অফিসে তার সাফল্যের দৌড় অব্যাহত রেখেছে। মুক্তির পর থেকে বিশ্বজুড়ে ৫৪৫ মিলিয়ন ডলারেরও বেশি আয় করে সিনেমাটি, এখন ব্র্যাড পিটের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে নিজের নাম লিখিয়েছে এফ১ । এর মাধ্যমে এটি পেছনে ফেলেছে ২০১৩ সালে মুক্তি পাওয়া তাঁর ব্লকবাস্টার সিনেমা ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’-কে, যার মোট আয় ছিল ৫৪০ মিলিয়ন ডলার।

জোসেফ কোসিনস্কি পরিচালিত এবং ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টনের প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি শুধু ব্র্যাড পিটের জন্যই নয়, প্রযোজনা সংস্থা অ্যাপলের জন্যও এক নতুন ইতিহাস তৈরি করেছে। ‘এফ১’ ইতোমধ্যেই অ্যাপলের সবচেয়ে সফল প্রেক্ষাগৃহভিত্তিক সিনেমা হয়ে উঠেছে। আয়ের দিক থেকে এটি মার্টিন স্করসেজির ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ (১৫৮ মিলিয়ন ডলার) এবং রিডলি স্কটের ‘নেপোলিয়ন’ (২২১ মিলিয়ন ডলার)-কে বহুদূরে পেছনে ফেলে দিয়েছে।

চলতি বছরের বক্স অফিসের দৌড়ে ‘এফ১’-এর সামনে রয়েছে শুধুমাত্র ‘সুপারম্যান’। সিনেমাটি বিশ্বজুড়ে ৫৫০ মিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছে। তবে ‘সুপারম্যান’-এর আয়ের প্রায় ৬০ শতাংশই এসেছে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে, যেখানে ‘এফ১’ আন্তর্জাতিক বাজারেও সমানভাবে দাপট দেখাচ্ছে।

অ্যাকশন, ফ্যান্টাসি এবং সুপারহিরো সিনেমার ভিড়ে, ব্র্যাড পিটের মতো একজন ষাটোর্ধ্ব অভিনেতার স্পোর্টস ড্রামা নিয়ে এমন অবিশ্বাস্য সাফল্য প্রমাণ করে, ভালো গল্প এবং শক্তিশালী অভিনয় আজও বক্স অফিসের মূল চালিকাশক্তি।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0