এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: পাসুরি’ গান দিয়ে যিনি বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন, সেই জনপ্রিয় পাকিস্তানি গায়ক আলী শেঠি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবার কোনো নতুন গান নিয়ে নয়, বরং তাঁর নতুন মিউজিক ভিডিও ‘ব্রাইড গ্রুম’-এ তাঁর ভিন্নধর্মী ফ্যাশন এবং সাজপোশাক নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও বিতর্ক।
সম্প্রতি আলী শেঠি তাঁর ইনস্টাগ্রামে নতুন গান ‘ব্রাইড গ্রুম’-এর ভিডিও প্রকাশ করেন। সেই ভিডিওতে তাঁকে উজ্জ্বল হলুদ রঙের স্কার্ট, মেকআপ এবং বিভিন্ন ধরনের গয়না পরে হাজির হতে দেখা যায়। গানের মূল ভাবনা অনুযায়ী, তিনি একজন কনের আবেগঘন মুহূর্তকে তুলে ধরেছেন, যেখানে বিয়ের আগে কনে তাঁর বান্ধবীদের সঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নেয়।
কিন্তু আলী শেঠির এই শৈল্পিক এবং প্রতীকী উপস্থাপনকে অনেকেই সহজভাবে নিতে পারেননি। নারীদের ঐতিহ্যবাহী পোশাক পরায় নেটিজেনদের একাংশ তাঁর লিঙ্গ পরিচয় এবং যৌনতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।
কিছু ব্যবহারকারী তাঁর এই স্টাইলকে ‘অস্বাভাবিক’ বলে মন্তব্য করেছেন। পুরনো গুজব এবং অপপ্রচারকে টেনে এনে অনেকেই তাঁর যৌনতা নিয়ে অনুমান করছেন। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, তিনি নাকি কোনো “গোপন এজেন্ডা” বাস্তবায়নের চেষ্টা করছেন। যদিও এই সমস্ত নেতিবাচক মন্তব্যগুলোর সঙ্গে গান বা ভিডিওর মূল ভাবনার কোনো সম্পর্ক নেই।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0