বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫

যে সম্পর্কের জন্য ঘর ছেড়েছিলেন টুইঙ্কেল, সেই কারণেই ছবি থেকে বাদ পড়েন অক্ষয়!

‘বারসাত’ সিনেমার জন্য অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে একটি গানের শুটিংও শুরু করেছিলেন। কিন্তু হঠাৎই একদিন অক্ষয় তাঁর কাছে এসে বলেন, তাঁদের দুজনের মধ্যে কিছু ব্যক্তিগত সমস্যা চলছে এবং এই অবস্থায় তাঁরা একসঙ্গে সিনেমাটি শেষ করতে পারবেন কি না, তা নিয়ে তিনি সন্দিহান।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বলিউড তারকা অক্ষয় কুমার এবং প্রিয়াঙ্কা চোপড়ার পুরনো প্রেমের গুঞ্জনকে আবারও উস্কে দিলেন প্রবীণ পরিচালক সুনীল দর্শন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কীভাবে এই দুই তারকার ‘ব্যক্তিগত সমস্যা’র কারণে তিনি মাঝপথেই তাঁর ‘বারসাত’ সিনেমা থেকে অক্ষয় কুমারকে বাদ দিতে বাধ্য হয়েছিলেন। তিনি আরও মন্তব্য করেন, বিবাহিত পুরুষদের আরও দায়িত্বশীল হওয়া উচিত।

সুনীল দর্শন জানান, তিনি ‘বারসাত’ সিনেমার জন্য অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে একটি গানের শুটিংও শুরু করেছিলেন। কিন্তু হঠাৎই একদিন অক্ষয় তাঁর কাছে এসে বলেন, তাঁদের দুজনের মধ্যে কিছু ব্যক্তিগত সমস্যা চলছে এবং এই অবস্থায় তাঁরা একসঙ্গে সিনেমাটি শেষ করতে পারবেন কি না, তা নিয়ে তিনি সন্দিহান।

সুনীল দর্শন বলেন, “অক্ষয় আমাকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে এই বিকল্পটি দিয়েছিলেন, তাই আমি অক্ষয়কে ছাড়াই সিনেমাটি করার সিদ্ধান্ত নিই।”

এই ঘটনা নিয়ে সুনীল দর্শন বলেন, “আমি মনে করি বিবাহিত পুরুষদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। কিন্তু মানুষ ভুল করে থাকে। প্রযোজকের নিয়তি হলো, সেই ভুলের ক্ষতিপূরণ করা।” তবে তিনি স্পষ্ট করে দেন, “এ ঘটনার দায় আমি প্রিয়াংকার ওপর চাপাতে চাই না।”

পরিচালক আরও একটি পুরনো ক্ষোভের কথা উল্লেখ করে বলেন, একসময় অক্ষয় তাঁকে ১০০টি সিনেমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু মাত্র ৬-৭টি সিনেমা করার পরই তাঁর মধ্যে পরিবর্তন আসে এবং ২০০৫ সালের পর থেকে তাঁদের মধ্যে আর কোনো যোগাযোগ নেই।

এর আগে সুনীল দর্শন আরও জানিয়েছিলেন, অক্ষয় ও প্রিয়াঙ্কার প্রেমের গুঞ্জন যখন তুঙ্গে, তখন অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল খান্না রাগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। 

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0