বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ট্রাম্পের পুরস্কার প্রত্যাখ্যান টম ক্রুজের

স্ট্যালোন, গিবসন এবং ভয়েট— প্রত্যেকেই তাঁদের ডানপন্থি এবং রিপাবলিকান দলের সমর্থক হিসেবে পরিচিত।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আমেরিকার অন্যতম সর্বোচ্চ সাংস্কৃতিক সম্মাননা, ‘কেনেডি সেন্টার অনার’, গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। তিনি জানিয়েছেন, তাঁর ব্যস্ত সময়সূচীর সঙ্গে অনুষ্ঠানের দিনক্ষণ না মেলাতেই তিনি এই সম্মানজনক প্রস্তাবটি গ্রহণ করতে পারছেন না। তবে এই ঘটনার পেছনে রাজনৈতিক কারণও থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার ৪৮তম কেনেডি সেন্টার সম্মাননা প্রাপকদের একটি তালিকা প্রকাশ করেন, যা তাঁর দ্বিতীয় মেয়াদের প্রথম তালিকা। এই তালিকায় গ্ল্যাম মেটাল ব্যান্ড কিস, গায়িকা গ্লোরিয়া গেনর এবং চলচ্চিত্র অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন, মেল গিবসন ও জন ভয়েটের মতো ব্যক্তিত্বদের সঙ্গে টম ক্রুজের নামও ছিল।

কিন্তু ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী, টম ক্রুজ এই প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন।

যদিও টম ক্রুজের পক্ষ থেকে ‘সময়সূচী না মেলা’কে কারণ হিসেবে দেখানো হয়েছে, তবে তালিকার দিকে তাকালে অন্য এক সমীকরণও স্পষ্ট হয়। এবারের সম্মাননাপ্রাপ্ত অন্য তিন অভিনেতা— স্ট্যালোন, গিবসন এবং ভয়েট— প্রত্যেকেই তাঁদের ডানপন্থি এবং রিপাবলিকান দলের সমর্থক হিসেবে পরিচিত।

অন্যদিকে, টম ক্রুজ সাধারণত সরাসরি কোনো রাজনৈতিক পক্ষ অবলম্বন করা থেকে বিরত থাকেন। তাই অনেকেই মনে করছেন, এমন এক রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট তালিকা থেকে নিজেকে সরিয়ে রাখার জন্যই হয়তো তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প নিজেই এবারের অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বলে জানিয়েছেন, যা ঘটনাটিকে আরও বেশি রাজনৈতিক তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

সব মিলিয়ে, টম ক্রুজের এই সম্মাননা প্রত্যাখ্যানের ঘটনাটি এখন আমেরিকার সাংস্কৃতিক এবং রাজনৈতিক মহলে এক বড় আলোচনার বিষয়।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0