এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বিতর্কিত কনটেন্ট তৈরি করে যিনি প্রায়শই আলোচনায় থাকেন, সেই টিকটকার মাহিয়া মাহি এবার বরিশালের এক আবাসিক হোটেল থেকে এক পুরুষ সঙ্গীসহ পুলিশের হাতে আটক হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাতে বরিশাল নগরীর পোর্ট রোডের হোটেল রোদেলা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাঁদেরকে আটক করে। ‘স্বামী-স্ত্রী’ পরিচয় দিলেও, কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, বুধবার রাতে কোতোয়ালি থানা পুলিশের একটি দল নিয়মিত চেকিংয়ের অংশ হিসেবে হোটেল রোদেলায় অভিযান চালায়। এ সময় হোটেলের একটি কক্ষে মাহিয়া মাহি এবং তাঁর পুরুষ সঙ্গীকে পাওয়া যায়। তাঁদের সঙ্গে আরও একজন তরুণী ছিলেন, যাঁকেও পুলিশ সহযোগী হিসেবে আটক করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের ‘স্বামী-স্ত্রী’ বলে দাবি করলেও, বিয়ের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান গণমাধ্যমে বলেন, “হোটেল রোদেলা থেকে দুইজন তরুণী ও একজন পুরুষকে থানায় আনা হয়েছে। তারা ‘স্বামী-স্ত্রী’ বললেও বিষয়টি যাচাই করা হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে নেই।”
এদিকে, মাহি ও তাঁর সঙ্গীদের থানায় নিয়ে যাওয়ার খবর পেয়ে একদল সাংবাদিক হোটেল রোদেলার সামনে ছুটে যান। অভিযোগ উঠেছে, এ সময় মাহির সঙ্গীরা সাংবাদিকদের ক্যামেরা দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাঁদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। এমনকি তাঁরা সাংবাদিকদের হাত থেকে ক্যামেরা কেড়ে নেওয়ারও চেষ্টা করেন বলে জানা গেছে।
টিকটকে অশ্লীল এবং বিতর্কিত ভিডিও তৈরির জন্য মাহিয়া মাহি আগেও একাধিকবার সমালোচিত হয়েছেন। এবার হোটেলের এই ঘটনায় তিনি নতুন করে আইনি এবং সামাজিক বিড়ম্বনার মুখে পড়লেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0