শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

সেপ্টেম্বরে আসছে জোভান-নিহার নতুন ইউটিউব ফিল্ম

গল্পে বিরহ নয়, বরং দর্শকরা এক ধরনের বিদ্রুপাত্মক ঢঙ খুঁজে পাবেন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: জনপ্রিয় নির্মাতা মোস্তফা কামাল রাজ এবার নিয়ে আসছেন নতুন ইউটিউব ফিল্ম ‘সহযাত্রী’। দাম্পত্য জীবনের এক ভিন্নধর্মী এবং মনস্তাত্ত্বিক গল্প নিয়ে নির্মিত এই ফিল্মে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান এবং নাজনীন নাহার নিহা।

গল্পটি লিখেছেন জোবায়েদ আহসান এবং এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রাজ নিজেই। গল্পের মূল ভাবনা নিয়ে পরিচালক বলেন, “স্বামী-স্ত্রী সৃষ্টিকর্তার জুড়ে দেওয়া একটি সম্পর্ক। সংসারে ভালোবাসা, মর্যাদা আর মায়া-মমতার ওপর দাঁড়িয়েই সুখী দাম্পত্য জীবন গড়ে ওঠে। কিন্তু এসব অনুভূতি দৃশ্যমান নয়। ফলে এগুলো আছে নাকি নেই—সে ভাবনা স্বামী-স্ত্রীকে কোথায় নিয়ে যেতে পারে, সেটাই দেখানোর চেষ্টা করেছি।”

তিনি আরও যোগ করেন, গল্পে বিরহ নয়, বরং দর্শকরা এক ধরনের বিদ্রুপাত্মক ঢঙ খুঁজে পাবেন।

‘সহযাত্রী’-তে জোভান এবং নিহা ছাড়াও অভিনয় করেছেন একঝাঁক শক্তিশালী শিল্পী। এঁদের মধ্যে রয়েছেন ইন্তেখাব দিনার, ডা. এজাজুল ইসলাম, মনিরা আক্তার মিঠু, সুষমা সরকার, শিল্পী সরকার অপু সহ আরও অনেকে।

ফিল্মটিতে ‘আঘাত’ শিরোনামে একটি মৌলিক গানও রয়েছে, যা গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি ও দোলা রহমান। গানটির কথা লিখেছেন লুৎফর হাসান এবং সুর করেছেন শাহরিয়ার মার্সেল।

ঢাকার ফার্মগেট, উত্তরা ও সাভারে ২২ থেকে ২৭ আগস্ট পর্যন্ত ছবিটির শুটিং হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসেই ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে ফিল্মটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0