শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

কাজের চাপে ৭ বছর ধরে অসুস্থতা বয়ে বেড়াচ্ছেন নিশো

“ওই সময় এক মাস শুটিংয়ে বিরতি দেওয়া মানে হলো বড় অপরাধে অপরাধী হয়ে যাওয়া। তাছাড়া, আমি নিজের প্রতি একটু উদাসীন ছিলাম।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: পর্দায় যাঁর দুরন্ত এবং প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে, সেই জনপ্রিয় অভিনেতা আফরান নিশো গত সাত-আট বছর ধরে হাঁটুর লিগামেন্ট এবং মেরুদণ্ডের গুরুতর সমস্যায় ভুগছেন। সম্প্রতি তাঁর নতুন ওয়েব সিরিজ ‘আকা’-র ট্রেইলার উন্মোচন অনুষ্ঠানে এসে, তিনি তাঁর এই দীর্ঘদিনের শারীরিক কষ্টের কথা বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফেরার জন্য এখন তাঁর অস্ত্রোপচার করানো প্রয়োজন।

নিশো জানান, প্রায় সাত-আট বছর আগে কাউলাতে একটি নাটকের শুটিংয়ের সময় বাইক দুর্ঘটনায় তিনি হাঁটুতে মারাত্মক আঘাত পান। তিনি বলেন, “সেই সময় চিকিৎসক আমাকে ৩০ দিনের রেস্ট নিতে বলেছিলেন।” কিন্তু কাজের চাপে তিনি মাত্র তিন দিনের বিশ্রাম নিতে পেরেছিলেন। নিশোর কথায়, “ওই সময় এক মাস শুটিংয়ে বিরতি দেওয়া মানে হলো বড় অপরাধে অপরাধী হয়ে যাওয়া। তাছাড়া, আমি নিজের প্রতি একটু উদাসীন ছিলাম।”

এই পুরনো চোটই এখন তাঁকে মারাত্মকভাবে ভোগাচ্ছে। তিনি বলেন, ব্যথাটা অনেকটা ইলেকট্রিক শকের মতো। যখন হয়, তখন ইলেকট্রিক শকের মতো আমাকে ফেলে দেয়।” ‘সুড়ঙ্গ’ সিনেমার পর ক্রিকেট খেলতে গিয়ে এবং সম্প্রতি ছেলের সঙ্গে বাসায় ফুটবল খেলতে গিয়েও তিনি গুরুতরভাবে আহত হন।

সব মিলিয়ে, আফরান নিশো এবার তাঁর হাঁটুর লিগামেন্টের অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “পুরোপুরি অ্যাকটিভ লাইফ লিড করার জন্য আমার পায়ে যে লিগামেন্ট ইস্যু আছে, সেটা সার্জারি করাতে হবে।” পুরোপুরি সুস্থ হয়েই তিনি আবার শুটিংয়ে ফিরতে চান।

যদিও অক্টোবরের শেষ দিকে রেদওয়ান রনির ‘দম’ সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে তাঁর, তবে তার আগে তিনি পুরোপুরি সুস্থ হতে পারবেন কি না, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

এদিকে, আগামী ৪ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পাবে আফরান নিশোর নতুন ওয়েব সিরিজ ‘আকা’। তাঁর এই অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর, ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0