শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

মুক্তি না পেলেও আক্ষেপ নেই—সৈকত নাসির

“দুই বছর আগে সম্পূর্ণ কাজ শেষ হলেও অনেক শিল্পী ও টেকনিশিয়ানের পারিশ্রমিক এখনো বাকি রয়েছে। এ নিয়ে প্রযোজকের সঙ্গে একাধিকবার কথা বললেও তিনি এর সমাধান করেননি।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ২০২১ সালে ৩২ কেজি হেরোইনসহ শ্রীলঙ্কায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশি তরুণী সূর্যমণির সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছিল ওয়েব সিরিজ ‘নেটওয়ার্ক’। কিন্তু নির্মাণের প্রায় চার বছর পেরিয়ে গেলেও, সিরিজটি আজও আলোর মুখ দেখেনি। অবশেষে এই দীর্ঘসূত্রতার পেছনের কারণ জানালেন পরিচালক সৈকত নাসির। তিনি অভিযোগ করেছেন, সিরিজের প্রযোজক এবং প্রধান অভিনেত্রী, নিপা আহমেদ রিয়েলি, শিল্পী ও কলাকুশলীদের পারিশ্রমিক পরিশোধ না করায়, তিনি মুক্তির জন্য অনাপত্তিপত্র বা এনওসি (NOC) দিচ্ছেন না।

সৈকত নাসির গণ মাধ্যমকে বলেন, “দুই বছর আগে সম্পূর্ণ কাজ শেষ হলেও অনেক শিল্পী ও টেকনিশিয়ানের পারিশ্রমিক এখনো বাকি রয়েছে। এ নিয়ে প্রযোজকের সঙ্গে একাধিকবার কথা বললেও তিনি এর সমাধান করেননি।”

তিনি আরও যোগ করেন, “পরিচালক হিসেবে আমি শিল্পী ও টেকনিশিয়ানদের যুক্ত করেছিলাম। তাঁরা এখনো পারিশ্রমিকের জন্য যোগাযোগ করেন। এ নিয়ে আমি খুব বিব্রত। এমন অবস্থায় সিরিজটি প্রচারের অনুমতি আমি দিতে পারি না। যদি এ কারণে সিরিজটি কোনো দিন মুক্তি না পায়, তাতেও কোনো আক্ষেপ নেই।”

সৈকত নাসির বলেন, “খুব ভালো একটি কাজ হয়েছে। ...প্রযোজক নিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এরপরও কেন মাত্র ২ লাখ টাকার জন্য তিনি এমন করছেন, তা আমি জানি না।”

এই গুরুতর অভিযোগ নিয়ে জানতে অভিনেত্রী ও প্রযোজক নিপা আহমেদ রিয়েলির সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি শুধু বলেন, “এ ব্যাপারে আমার কিছু বলার নেই। আমি শুধু এটাই বলতে পারি, এটা একটা ভালো কাজ, সবার ভালো লাগবে।”

এর আগে, সিরিজের অন্যতম অভিনেতা রাশেদ মামুন অপু ফেসবুকে এই সিরিজটি নিয়ে পোস্ট করলে, এটি মুক্তির বিষয়টি নতুন করে আলোচনায় আসে। কিন্তু পরিচালক-প্রযোজকের এই দ্বন্দ্বের কারণে, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ক্রাইম থ্রিলারটির ভবিষ্যৎ এখন পুরোপুরি অনিশ্চিত।

বাংলাফ্লো/এইচএম  

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0