শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

স্কুলের সিনিয়র শ্রদ্ধার প্রেমে পড়েছিলেন আমাল মালিক!

“গাড়ি করে এসে সবাইকে প্রহার করতে শুরু করে এবং সেই দৃশ্য দেখে পুরো সিনেমা হল রীতিমতো হাততালিতে ফেটে পড়েছিল। এটা ছিলো আমারও পছন্দের অংশ ওই ছবি থেকে।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ‘বিগ বস ১৯’-এর মঞ্চে প্রতিযোগী হিসেবে প্রবেশ করেই আলোচনার কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার আমাল মালিক। তবে এবার তিনি শিরোনামে এলেন কোনো বিতর্ক বা খেলার জন্য নয়, বরং অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে নিয়ে এক মিষ্টি এবং অকপট স্বীকারোক্তির জন্য। সালমান খানের সঞ্চালনায় এই শো-এর একটি পর্বে, আমাল মালিক দরাজ গলায় জানিয়েছেন, শ্রদ্ধা কাপুর ছিলেন তাঁর স্কুলের সিনিয়র এবং তাঁর ‘ক্রাশ’।

অনুষ্ঠানের একটি পর্বে আমাল মালিক বলেন, “শ্রদ্ধা কাপুর আমার স্কুলের সিনিয়র ছিলেন; উনি খুবই ভালো মনের মানুষ। আমার ক্রাশ ছিলেন তিনি।” তিনি আরও যোগ করেন, “সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধার ভক্তসংখ্যা দেখার মতো। তাতে কোনো সন্দেহ নেই।”

শুধু তাই নয়, শ্রদ্ধার অভিনয়েরও যে তিনি একজন বড় ভক্ত, সে কথাও জানান আমাল। ‘স্ত্রী’ সিনেমায় শ্রদ্ধার একটি অ্যাকশন দৃশ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, “গাড়ি করে এসে সবাইকে প্রহার করতে শুরু করে এবং সেই দৃশ্য দেখে পুরো সিনেমা হল রীতিমতো হাততালিতে ফেটে পড়েছিল। এটা ছিলো আমারও পছন্দের অংশ ওই ছবি থেকে।”

‘বিগ বস’-এর ঘরে এসে আমাল তাঁর সঙ্গীতময় পরিবার এবং নিজের অন্যান্য দিকগুলোও দর্শকদের সামনে তুলে ধরতে চান বলে জানিয়েছেন। তবে শ্রদ্ধা কাপুরকে নিয়ে তাঁর এই মিষ্টি স্বীকারোক্তিই এখন সামাজিক মাধ্যমে আলোচনার মূল বিষয় হয়ে উঠেছে এবং ভক্তরা এই বিষয়ে বেশ মজা পাচ্ছেন।

বাংলাফ্লো/এইচএম  

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0