এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: কিংবদন্তি অভিনেতা কমল হাসানের কন্যা, অভিনেত্রী শ্রুতি হাসান, সম্প্রতি তাঁর বাবাকে নিয়ে এক মজাদার এবং অজানা তথ্য ফাঁস করেছেন। তিনি জানিয়েছেন, কমল হাসান কোনো সিনেমার চরিত্রের জন্য নয়, বরং একসময় বাঙালি অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেনকে মুগ্ধ করার জন্যই বাংলা ভাষা শিখেছিলেন!
সম্প্রতি ‘কুলি’ সিনেমার এক প্রচার অনুষ্ঠানে শ্রুতির সহ-অভিনেতা সত্যরাজ কমল হাসানের ভাষাগত দক্ষতার প্রশংসা করে বলেন, তিনি একটি সিনেমার জন্য বাংলা শিখেছিলেন। তখনই শ্রুতি তাঁকে শুধরে দিয়ে আসল কারণটি জানান।
শ্রুতি বলেন, “আপনি জানেন কেন তিনি বাংলা শিখেছিলেন? কারণ, তখন তিনি অপর্ণা সেনের প্রেমে পড়েছিলেন।” তিনি আরও যোগ করেন, “বাবার ভালোবাসার ছাপ ‘হে রাম’ ছবিতেও দেখা গেছে। তাঁর পরিচালিত ও প্রযোজিত ছবিতে রানি মুখার্জির চরিত্রের নামও রেখেছিলেন ‘অপর্ণা’।”
একই সঙ্গে, শ্রুতি হাসান তাঁর শৈশবের এক মজার স্মৃতিও শেয়ার করেন। তিনি জানান, বাবার জনপ্রিয়তার কারণে ছোটবেলায় তিনি নিজের পরিচয় গোপন করতেন। তিনি বলেন, “সব সময় মানুষ আমাকে তাঁর নামেই চিনত। আমি চাইতাম, আমার নিজের পরিচয় হোক। তখন কেউ জিজ্ঞাসা করলে বলতাম, আমার বাবা রামাচন্দ্রন— একজন দন্ত চিকিৎসক। আর আমার নাম পূজা রামাচন্দ্রন।”
তবে সময়ের সঙ্গে সঙ্গে শ্রুতি তাঁর বাবার এই তারকাখ্যাতিকে মেনে নিয়েছেন। তিনি বলেন, “আজ আমি শ্রুতিকে কল্পনাও করতে পারি না কমল হাসান ছাড়া।”
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0