এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: নাটক, ওটিটি, সিনেমা— সর্বত্রই যিনি নিজের অভিনয়ের সুবাস ছড়িয়ে যাচ্ছেন, সেই প্রশংসিত অভিনেত্রী রুনা খান এবার আসছেন সিনেমার প্রধান নায়িকা হয়ে। আলী জুলফিকার জাহেদী পরিচালিত ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ নামের একটি নতুন সিনেমায় তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এই সিনেমায় তিনি একজন চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করবেন এবং তুলে ধরবেন পর্দার বাইরের তারকাদের ব্যক্তিগত জীবনের গল্প।
এই ভিন্নধর্মী চরিত্রটি নিয়ে রুনা খান অত্যন্ত উচ্ছ্বসিত। তিনি বলেন, “অভিনেতা হিসেবে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। বিশেষ করে যেসব চরিত্রে বাস্তবতার ছোঁয়া থাকে, তাতে কাজ করতে ভালোবাসি। অপেক্ষায় থাকি এমন চরিত্রের। এ চরিত্রটিও তেমন।”
তিনি আরও যোগ করেন, “চলচ্চিত্র: দ্য সিনেমার গল্পের মূল ফোকাস থাকবে নায়িকার পর্দার বাইরের জীবন। আমরা যাঁরা অভিনয়ের সঙ্গে যুক্ত, তাঁদেরকে সবাই পর্দায় দেখে। কিন্তু তাঁদেরও ব্যক্তিগত জীবন আছে। সেই জীবনের গল্প তুলে ধরা হবে এই সিনেমায়।”
রুনা খান বর্তমানে তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন। গত ঈদে ওটিটি প্ল্যাটফর্মে তাঁর অভিনীত তিনটি ওয়েব কনটেন্ট মুক্তি পায়। এ ছাড়াও, তাঁর অভিনীত আরও তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে— মাসুদ পথিকের ‘বক’, কৌশিক শংকর দাসের ‘দাফন’ এবং জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’।
‘চলচ্চিত্র: দ্য সিনেমা’-র শুটিং আগামী শীতে শুরু হবে বলে জানিয়েছেন রুনা। একজন প্রতিষ্ঠিত অভিনেত্রীর চোখে আরেকজন অভিনেত্রীর জীবনের গল্প পর্দায় কেমনভাবে ফুটে ওঠে, তা দেখার জন্যই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0