এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ১৯৯২ সালে মুক্তি পাওয়া থ্রিলার ‘বেসিক ইন্সটিংক্ট’ শুধু একটি সিনেমাই ছিল না, এটি শ্যারন স্টোনকে বিশ্বজুড়ে তারকাখ্যাতি এনে দিয়েছিল। এবার সেই সাড়া জাগানো সিনেমাটিরই রিবুট বা নতুন সংস্করণ তৈরির ঘোষণা দিয়েছে আমাজন এমজিএম স্টুডিও। কিন্তু এই খবরে একেবারেই খুশি নন ছবির কিংবদন্তি নায়িকা শ্যারন স্টোন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এই প্রজেক্ট নিয়ে তাঁর কোনো আগ্রহ নেই, বরং তিনি বিরক্ত।
সম্প্রতি ‘টুডে’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে শ্যারন স্টোনকে এই রিবুট নিয়ে প্রশ্ন করা হলে, তিনি ব্যঙ্গাত্মক এবং উদাসীন ভঙ্গিতে বলেন, “যা খুশি করেন, শুভকামনা!”
তিনি আরও যোগ করেন, “আমি যে ছবিতে ছিলাম যদি এর পরিণতি সেরকম হয়, তাহলে শুধু বলতে পারি আমি জানি না কেন আপনারা আবার এটি বানাবেন।” এখানে তিনি ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘বেসিক ইন্সটিংক্ট ২’-এর দিকেই ইঙ্গিত করেছেন, যা বক্স অফিসে ব্যর্থ হয়েছিল এবং সমালোচকদের কাছেও তীব্রভাবে নিন্দিত হয়েছিল। শ্যারন চান না, একটি সফল কাজের স্মৃতি বারবার ব্যর্থ চেষ্টার মাধ্যমে নষ্ট হোক।
সাক্ষাৎকারে তাঁর এমন স্পষ্টভাষী উত্তর দেখে সঞ্চালক যখন বিস্ময় প্রকাশ করেন, তখন শ্যারন স্টোন আরও একটি কড়া জবাব দেন। তিনি বলেন, “আমি এমন এক পর্যায়ে আছি যেখানে আমি একবার অবসর নিয়েছি, কয়েকবার মৃত্যুর মুখ থেকেও ফিরে এসেছি। এখন আর কী করবে? আমাকে আবার মেরে ফেলবে? তবে চেষ্টা করুক।”
উল্লেখ্য, ‘বেসিক ইন্সটিংক্ট’ সিনেমায় শ্যারন স্টোন লেখক ‘ক্যাথরিন ট্রামেল’ চরিত্রে অভিনয় করেছিলেন, যা চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সেরা আইকনিক নারী চরিত্র হিসেবে বিবেচিত হয়। ছবিটি বিশ্বজুড়ে ৩৫২.৯ মিলিয়ন ডলার আয় করে সেই বছরের চতুর্থ সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত হয়েছিল।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0