এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বাংলাদেশের প্রকৃতি, সংস্কৃতি এবং মানবিকতার গল্প নিয়ে, নিউইয়র্কে সফলভাবে শেষ হলো আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি আলোকচিত্রী মুহাম্মদ মোস্তাফিজুর রহমানের একক আলোকচিত্র প্রদর্শনী ‘ইকোস অব পিস’ (Echoes of Peace)। আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আয়োজিত এই সপ্তাহব্যাপী প্রদর্শনীটি প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি শিল্পপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছিল।
নিউইয়র্কের জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউতে অবস্থিত পিস সেন্টারের সেইভ দ্য পিপল অডিটোরিয়ামে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের গ্রামীণ জীবন, মানুষের সংগ্রাম এবং ধর্মীয় সহাবস্থানের চিত্র তুলে ধরা মোট চল্লিশটি আলোকচিত্র স্থান পায়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএন ইন্টারফেইথ লিডার ড. তোশিকাজু কেনজিত্সু নাকাগাকি। তিনি বলেন, “প্রদর্শনীর ছবিগুলো শুধু নান্দনিকতার জন্য নয়, বরং শান্তি, মানবিকতা ও সম্প্রীতির শক্তিশালী বার্তা বহন করেছে।”
শ্রী চিন্ময় সেন্টারের পরিচালক ড. মহাতপা পালিত বলেন, “পৃথিবীতে অশান্তির মূল কারণ বিভাজন। ...এই প্রদর্শনীর ছবিগুলো সেই একত্র হওয়ার আহ্বান জানায়।”
আলোকচিত্রী মুহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আয়োজনের জন্য আয়োজক প্রতিষ্ঠান ‘সেইভ দ্য পিপল’ এবং অন্যান্য সহযোগী সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, ‘ইকোস অব পিস’ প্রদর্শনীটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0