বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

যে কারণে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি!

মাত্র এক সপ্তাহ আগেই, একই মামলায় তাঁর বাবা, মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এর মাত্র এক সপ্তাহ আগেই, একই মামলায় তাঁর বাবা, মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকার একটি বাড়িতে সিআইডির একটি দল বিশেষ অভিযান চালিয়ে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “সিআইডির একটি আভিযানিক টিম বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে ঢাকার পথে রওনা দিয়েছে।”

সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম উদ্দীন জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানের সময় সহিংসতায় একাধিক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় যাত্রাবাড়ী থানায় যে হত্যা মামলাটি দায়ের করা হয়েছে, সেই মামলাতেই তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে।

এই মামলায় তিনি ১১ নম্বর আসামি। মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দ্বিতীয় এবং তৃতীয় আসামি হিসেবে রয়েছেন যথাক্রমে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন। এই মামলায় আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী হলেন ২২ নম্বর আসামি।

বাংলাফ্লো/এইচএম  

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0