এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বলিউডের চাকচিক্যময় দুনিয়ার আড়ালে যে এক রুক্ষ বাস্তবতা লুকিয়ে আছে, তা আরও একবার সামনে আনলেন অভিনেত্রী নুসরাত ভারুচা। সম্প্রতি তিনি শুটিং সেটে অভিনেত্রীদের জন্য অপরিষ্কার শৌচাগার এবং ইন্ডাস্ট্রিতে লিঙ্গবৈষম্যের মতো গুরুতর বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, ভ্যানিটি ভ্যানের বাথরুম এতটাই অপরিচ্ছন্ন ছিল যে, তিনি একবার বাধ্য হয়ে নায়কের বাথরুমের দরজায় নক করেছিলেন।
নুসরাত ভারুচা অভিযোগ করেন, পরিষ্কার-পরিচ্ছন্ন শৌচাগার একজন নারীর মৌলিক প্রয়োজন হওয়া সত্ত্বেও, বলিউড ইন্ডাস্ট্রি এই বিষয়টিকে বরাবরই উপেক্ষা করে এসেছে। তিনি বলেন,
শুধু তাই নয়, তিনি আরও একটি ভয়াবহ তথ্য দিয়ে বলেন, শহরের বাইরে শুটিং করার সময় পরিস্থিতি আরও খারাপ হয়। অনেক সময় নায়িকাদের বাধ্য হয়ে ঝোপঝাড়ের পেছনেও শৌচকর্ম সারতে হয়, যা অত্যন্ত লজ্জাজনক এবং অসম্মানজনক।
নুসরাত ইন্ডাস্ট্রির লিঙ্গবৈষম্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, একজন নায়কের একটি মাত্র ছবি হিট হলেই তাঁর পারিশ্রমিক দ্বিগুণ হয়ে যায় এবং তাঁর তারকাখ্যাতিও বেড়ে যায়। কিন্তু একজন নায়িকার ক্ষেত্রে, একাধিক হিট দেওয়ার পরেও তাঁকে বারবার নিজেকে প্রমাণ করতে হয় এবং পারিশ্রমিক বাড়ানোর জন্য অপেক্ষা করতে হয়।
নুসরাত ভারুচার এই সাহসী মন্তব্য বলিউডের ভেতরের কদর্য বাস্তবতা এবং নারী শিল্পীদের প্রতি করা বৈষম্যমূলক আচরণকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0