এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: প্রায়শই নিজের ব্যতিক্রমী ফ্যাশন এবং সাহসী মন্তব্যের জন্য শিরোনামে থাকেন ইন্টারনেট সেনসেশন উর্ফী জাভেদ। তবে এবার তিনি তাঁর এক ভয়াবহ রূপ প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের রীতিমতো কাঁদিয়ে ছেড়েছেন। সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, তাঁর ঠোঁট অস্বাভাবিকভাবে ফুলে প্রায় দ্বিগুণ আকার ধারণ করেছে এবং চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জল। এই দৃশ্য দেখে শিউরে উঠেছেন অনেকেই।
কেন এই অবস্থা উর্ফীর?
উর্ফী নিজেই জানিয়েছেন, তাঁর এই অবস্থার কারণ কোনো নতুন কসমেটিক সার্জারি নয়, বরং পুরনো লিপ ফিলার সরানোর এক যন্ত্রণাদায়ক প্রক্রিয়া। তিনি একটি ইনস্টাগ্রাম ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে, একজন চিকিৎসক তাঁর ঠোঁটে ইনজেকশন দিয়ে পুরনো ফিলার গলিয়ে দিচ্ছেন।
ক্যাপশনে উর্ফী লেখেন, “এটা ফিলার নয়, আমি ফিলার সরিয়ে ফেলছি। কারণ আগের সবকিছু নষ্ট হয়ে গিয়েছিল ফিলার সরানোর এই প্রক্রিয়াটা খুবই যন্ত্রণাদায়ক, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কেউ যেন এটা না করেন।”
নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা:
এর আগেও উর্ফী খোলামেলাভাবে স্বীকার করেছেন যে, তিনি লিপ ফিলার এবং বোটক্স ব্যবহার করেন। এবার তিনি জানালেন, দীর্ঘ সময় ধরে ফিলার ব্যবহারের পর তিনি নিজের স্বাভাবিক চেহারা ফিরে পেতে চান।
শনিবার এক ছবি পোস্ট করে তিনি লেখেন, “বিশ্বাস হচ্ছে না, আমি ফিলার সরাচ্ছি! ১৮ বছর বয়স থেকে ফিলার নিচ্ছি, নিজের ঠোঁটের আসল রূপ বহু দিন দেখিনি।”
তবে তিনি আরও জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যেই তিনি আবার ফিলার নেবেন, কিন্তু এবার আরও সূক্ষ্ম এবং উন্নত কোনো পদ্ধতিতে। উর্ফীর এই সাহসী স্বীকারোক্তি রূপচর্চার আড়ালে থাকা কঠিন যন্ত্রণা এবং তার বাস্তব দিকটিকেই সবার সামনে তুলে ধরেছে, যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0