এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: হলিউডের ‘সামার ব্লকবাস্টার’ ধারণার জন্ম দিয়েছিল যে সিনেমা, সেই থ্রিলার সিনেমা ‘জ'স আবারও ফিরছে বড় পর্দায়। মুক্তির অর্ধশতাব্দী বা ৫০ বছর পূর্তি উপলক্ষে, স্টিভেন স্পিলবার্গের এই কালজয়ী সিনেমাটি আগামী ২৯ আগস্ট বিশ্বজুড়ে নতুন করে মুক্তি পেতে চলেছে। দর্শকরা এবার আইম্যাক্স, থ্রিডি এবং ফোরডিএক্স-এর মতো আধুনিক ফরম্যাটে ভয়ঙ্কর হাঙরের সেই শিহরণ জাগানো গল্প উপভোগ করতে পারবেন।
১৯৭৫ সালের ২০ জুন মুক্তি পাওয়া ‘জস’ ছিল পরিচালক হিসেবে স্টিভেন স্পিলবার্গের দ্বিতীয় ছবি। মাত্র ৯ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত এই ছবিটি বিশ্বব্যাপী ৪৭০ মিলিয়ন ডলার আয় করে তৎকালীন সময়ে বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল। সমুদ্রের তীরে ছুটি কাটাতে আসা মানুষদের উপর এক বিশাল সাদা হাঙরের আক্রমণের এই গল্প দর্শকদের মধ্যে ব্যাপক আতঙ্ক এবং উত্তেজনা তৈরি করেছিল।
এই সিনেমার অভাবনীয় সাফল্যই হলিউডে গ্রীষ্মকালীন ছুটিকে কেন্দ্র করে বড় বাজেটের বিনোদনমূলক ছবি মুক্তির ধারা বা ‘সামার ব্লকবাস্টার’-এর প্রচলন করে।
যদিও ‘জস’ স্পিলবার্গকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছিল, কিন্তু এর নির্মাণ মোটেও সহজ ছিল না। বারবার বাজেট বেড়ে যাওয়া, শুটিংয়ের সময় যান্ত্রিক হাঙরের বিকল হয়ে পড়া এবং নানা প্রতিকূলতার কারণে ছবির কাজ প্রায় বন্ধই হয়ে যাচ্ছিল। কিন্তু সব বাধা পেরিয়ে, ইউনিভার্সাল স্টুডিওর এই ছবি মুক্তির পর বিশ্বজুড়ে ইতিহাস তৈরি করে।
সিনেমাটি তিনটি বিভাগে অস্কার জিতলেও, আশ্চর্যের বিষয় হলো, স্পিলবার্গ নিজে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে মনোনয়ন পাননি, যা অস্কারের ইতিহাসে অন্যতম একটি বিতর্কিত ঘটনা। ৫০ বছর পরেও, ‘জস’-এর আবেদন আজও অমলিন, এবং নতুন প্রজন্মের দর্শকদের জন্য এটি হতে চলেছে এক রুদ্ধশ্বাস অভিজ্ঞতা।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0