বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

পূজার আগেই উত্তাপ ছড়াচ্ছে ‘রঘু ডাকাত’-এর লুক

“বাবার বয়সী একজনের প্রেমে পড়ে যাচ্ছি দিন দিন, কতটা নির্লজ্জ হলে এরকম হয়।”

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ‘ধূমকেতু’ সিনেমার সাফল্য এবং ‘রঘু ডাকাত’-এর টিজার— এই দুইয়ের উন্মাদনার মাঝেই, এবার নিজের এক নতুন ‘হট’ লুক দিয়ে সামাজিক মাধ্যমে ঝড় তুললেন টলিউড সুপারস্টার দেব। সম্প্রতি তিনি খালি গায়ে, একমুখ দাড়ি নিয়ে বিছানায় শুয়ে থাকা কিছু ছবি পোস্ট করেছেন, যা দেখে তাঁর নারী ভক্তরা রীতিমতো প্রেমে পড়ে গেছেন।

ছবিগুলোতে দেখা যায়, দেব খালি গায়ে বিছানার ওপর শুয়ে আছেন এবং তাঁর হাতে রয়েছে শুধুমাত্র একটি ঘড়ি। ‘রঘু ডাকাত’ ছবির জন্য দীর্ঘদিন তিনি এই লুকেই ছিলেন, যদিও ‘ধূমকেতু’র প্রচারের জন্য সম্প্রতি ক্লিন শেভ করেছিলেন। এবার সেই পুরনো লুকে ফিরেই তিনি উষ্ণতা ছড়ালেন।

ছবিগুলো দেখে ভক্তরা নানা মজাদার মন্তব্য করছেন।

একজন লিখেছেন, “বাবার বয়সী একজনের প্রেমে পড়ে যাচ্ছি দিন দিন, কতটা নির্লজ্জ হলে এরকম হয়।”

আরেকজন লিখেছেন, “টেম্পারেচার আবার বেড়ে গেল। সো হট।”

এদিকে, দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’ বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। ছবিটি দ্বিতীয় সপ্তাহেই প্রায় ১৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। কিন্তু এই সাফল্যের মাঝেই, দেবের একটি মন্তব্যকে ঘিরে শুভশ্রীর সঙ্গে তাঁর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব বলেন, শুভশ্রী মা হয়ে যাওয়ার পর তাঁর ভেতরের সেই ‘ইনোসেন্স’ বা সরলতা হয়তো কিছুটা হারিয়ে গেছে, তাই ২০২৫ সালে দাঁড়িয়ে তিনি হয়তো ‘ধূমকেতু’র জন্য শুভশ্রীকে বেছে নিতেন না। দেবের এই মন্তব্যের কড়া জবাব শুভশ্রীও দিয়েছেন বলে জানা গেছে, যা তাঁদের সেরে ওঠা পেশাগত সম্পর্কে নতুন করে তিক্ততার সৃষ্টি করেছে।

সব মিলিয়ে, একদিকে যেমন ‘রঘু ডাকাত’-এর লুক দিয়ে ভক্তদের মন জয় করছেন দেব, তেমনই অন্যদিকে ‘ধূমকেতু’র সাফল্য এবং সহ-অভিনেত্রীর সঙ্গে তাঁর নতুন বিতর্ক— সবকিছু মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই সুপারস্টার।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0