এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: সৌন্দর্য মানেই কি ‘জিরো-ফিগার’ আর গায়ের রং ফর্সা? এই গতানুগতিক এবং সংকীর্ণ ধারণাকে চ্যালেঞ্জ জানাতেই আয়োজন করা হয়েছে ভিন্নধর্মী রিয়েলিটি শো ‘মিস এন্ড মিসেস প্লাস বিউটি’। বিবাহিত ও অবিবাহিত স্থুলকায় নারীদের স্বাস্থ্য-সচেতনতার মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটানোর এই প্ল্যাটফর্মের দ্বিতীয় আসরের জমকালো গালা রাউন্ড অনুষ্ঠিত হয়েছে গত ১১ জুলাই। হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে এবারের সেরার মুকুট জিতে নিয়েছেন অনন্যা খান।
প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন লাকী চন্দ এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন মাফিয়া বর্ষা।
শুধু সৌন্দর্য নয়, প্রতিভার বিকাশ: এই প্রতিযোগিতাটি শুধু একটি সুন্দরী প্রতিযোগিতাই নয়, বরং এটি স্থুলকায় নারীদের জন্য সাংস্কৃতিক অঙ্গনে প্রবেশের এক বড় প্ল্যাটফর্ম। অনুষ্ঠানের প্রধান বিচারক, নাট্যকার ও গীতিকবি রাজীব মণি দাস বলেন, “অনেকের ধারণা সুন্দরী প্রতিযোগিতা মানে জিরো-ফিগার... এর বাইরেও একটা মানুষের যে আরও অনেক ধরনের জ্ঞান-বুদ্ধি কিংবা যোগ্যতা থাকতে পারে, সেদিকে আমাদের খেয়াল নেই। আমার বিশ্বাস, এই প্রতিযোগিতা স্বাস্থ্যবতী নারীদের সাংস্কৃতিক অঙ্গনে নিজ নিজ দক্ষতার মাধ্যমে অবদান রাখতে সমর্থ করবে।”
কঠিন প্রশিক্ষণ ও বাছাই পর্ব: জানা যায়, দীর্ঘদিন ধরে হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে যাচাই-বাছাইয়ের পর ৭০ জন প্রতিযোগীকে মূল পর্বের জন্য নির্বাচিত করা হয়। এরপর তাঁদের অভিনয়, র্যাম্প শো, উচ্চারণ, নৃত্যসহ বিভিন্ন বিষয়ে দীর্ঘ প্রশিক্ষণ দেওয়া হয়। বিভিন্ন রাউন্ড শেষে সেরা ১০ জনকে গালা রাউন্ডের জন্য মনোনীত করা হয় এবং সেখান থেকেই বিচারকরা সেরা তিনজনকে নির্বাচিত করেন।
অনুষ্ঠানে বিচারক হিসেবে রাজীব মণি দাসের সঙ্গে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা আঁচল আঁখি, পরিচালক মো. ফাহাদ, ফ্যাশন ডিজাইনার রুমি করিম এবং ড্যান্স কোরিওগ্রাফার ইউসুফ খান। তাঁদের হাত ধরেই যেন একদল নতুন এবং আত্মবিশ্বাসী প্রতিভা শোবিজ অঙ্গনে পা রাখার সুযোগ পেল।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0