এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: রাস্তায় দেখলেই লোকে অবাক হয়ে সিরিয়াস মুখে বলত, “এই ছেলে, তুমি না মারা গেছ?”— সিনেমার পর্দায় যাঁর মৃত্যু দেখে একসময় কাঁদত বাংলার দর্শক, সেই তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী শিশুশিল্পী ‘মাস্টার শাকিল’ (আজাদ রহমান শাকিল) দীর্ঘ ২৮ বছরের আড়াল ভেঙে আবারও ফিরছেন। শুধু অভিনয়ই নয়, এবার তিনি আসছেন পরিচালক হিসেবেও, যা তাঁর ভক্তদের জন্য এক বড় সুখবর।
যেভাবে তিনি হয়ে উঠেছিলেন ‘মাস্টার শাকিল’: সত্তর-আশির দশকে ঢাকাই সিনেমার শিশু চরিত্রে তিনি ছিলেন এক নিয়মিত এবং অপরিহার্য মুখ। সুভাষ দত্ত পরিচালিত ‘ডুমুরের ফুল’ সিনেমার মাধ্যমে তাঁর বড় পর্দায় অভিষেক। এরপর ‘পুরস্কার’, ‘ডানপিটে ছেলে’, ‘এতিম’, ‘দেবদাস’-এর মতো ১৪টি সিনেমায় অভিনয় করে তিনি হয়ে ওঠেন দর্শকের চোখের মণি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সিনেমার পাশাপাশি ‘সংশপ্তক’, ‘মাটির কোলে’সহ শতাধিক টিভি নাটকেও তাঁর দাপুটে উপস্থিতি ছিল।
দীর্ঘ ২৮ বছরের বিরতি ও পর্দার আড়ালের জীবন: ১৯৯৭ সালে খান আতাউর রহমান পরিচালিত ‘এখন অনেক রাত’ সিনেমায় তাঁকে শেষবার বড় পর্দায় দেখা যায়। এরপর কেন এই দীর্ঘ বিরতি? জবাবে শাকিল বলেন, “যাঁরা আমাকে নির্মাণ করতেন—সুভাষ দত্ত, চাষী নজরুল ইসলাম, আতা চাচা—তাঁরা চরিত্র বানাতেন ভালোবাসা দিয়ে। তাঁদের সঙ্গে একটা মানসিক বোঝাপড়া ছিল। পরবর্তী সময়ে সে সম্পর্ক আর তৈরি হয়নি। আবার যাঁরা ডাকতেন, তাঁদের কাজ বা চরিত্র আমাকে টানত না।”
অভিনয় থেকে দূরে থাকলেও, জীবন থেকে দূরে ছিলেন না শাকিল। পুরান ঢাকার আদি বাসিন্দা আজাদ রহমান শাকিল বর্তমানে গেন্ডারিয়ায় বসবাস করছেন এবং নিজের ব্যবসা পরিচালনা করছেন। ২০১৮ সালে তিনি বিয়ে করেন এবং বর্তমানে দুই পুত্রসন্তানের জনক। অভিনয়ের বাইরে গানবাজনাতেও তিনি সক্রিয়; তাঁর তিনটি গানের অ্যালবামও প্রকাশ পেয়েছে।
নতুন ইনিংস: দীর্ঘ বিরতির পর এবার পরিচালনা দিয়েই নতুন ইনিংস শুরু করতে চলেছেন শাকিল। নিজের নির্দেশনায় নির্মিতব্য একটি নাটকে তিনি অভিনয়ও করবেন। আগামী মাসেই এর শুটিং শুরু হবে। তিনি বলেন, “কখনো অভিনয় ছাড়িনি। এটাই আমার প্রশান্তির জায়গা।”
সব মিলিয়ে, একজন অভিনেতা, ব্যবসায়ী, গায়ক এবং এবার পরিচালক— জীবনের নানা অধ্যায় পেরিয়ে মাস্টার শাকিলের এই প্রত্যাবর্তনকে স্বাগত জানাচ্ছেন তাঁর অগণিত ভক্ত ও শুভানুধ্যায়ীরা।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0