শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

কাজাখস্তানের দুর্গম পাহাড়ে নিশো-চঞ্চলদের ‘দম’

“‘দম’-এর দম পরীক্ষা।” সঙ্গে হ্যাশট্যাগ দিয়েছেন ‘দমরেকি’ এবং ‘কাজাখস্তান’।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: আফরান নিশো এবং চঞ্চল চৌধুরীকে নিয়ে নির্মাতা রেদওয়ান রনির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দম’-এর কাজ পুরোদমে এগিয়ে চলেছে। সম্প্রতি সিনেমাটির টিমকে দেখা গেছে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের এক দুর্গম এলাকায়। পরিচালক রেদওয়ান রনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকেশন রেইকির ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁর সঙ্গে দেখা গেছে অভিনেতা আফরান নিশো, প্রযোজক শাহরিয়ার শাকিল এবং আর্ট ডিরেক্টর শহীদুল ইসলামকে।

পরিচালক রেদওয়ান রনি তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে এক ক্যাপশনে লিখেছেন, “‘দম’-এর দম পরীক্ষা।” সঙ্গে হ্যাশট্যাগ দিয়েছেন ‘দমরেকি’ এবং ‘কাজাখস্তান’।

তাঁর এই পোস্ট থেকেই স্পষ্ট, সিনেমার শুটিংয়ের জন্য তাঁরা কাজাখস্তানকেই চূড়ান্ত করেছেন। এর আগে সৌদি আরব বা জর্ডানে শুটিং হতে পারে বলে শোনা গেলেও, শেষ পর্যন্ত এই থ্রিলারের জন্য কাজাখস্তানের দুর্গম প্রাকৃতিক পরিবেশকেই বেছে নিয়েছেন নির্মাতারা।

অনেকদিন পর ‘দম’ দিয়ে নির্মাণে ফিরছেন রেদওয়ান রনি। তিনি জানিয়েছেন, বাস্তব ঘটনার অনুপ্রেরণায় এই সিনেমার গল্প তৈরি হয়েছে, যেখানে টিকে থাকার এক অসাধারণ কাহিনি উঠে আসবে।

সিনেমাটিতে অভিনয় করছেন দেশের অন্যতম সেরা দুই অভিনেতা— আফরান নিশো এবং চঞ্চল চৌধুরী। নিশো জানিয়েছিলেন, এই সিনেমার চরিত্রে পারফর্ম করার মতো অনেক চ্যালেঞ্জ রয়েছে, যা তাঁকে অনুপ্রাণিত করেছে। অন্যদিকে, চঞ্চল চৌধুরী বলেছিলেন, “গল্পটা অসাধারণ, খুব চ্যালেঞ্জিং। দর্শক চমকে যাবেন।”

এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত ‘দম’ সিনেমাটি ২০২৬ সালের রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। কাজাখস্তানের মতো ভিন্নধর্মী লোকেশনে এমন শক্তিশালী দুই অভিনেতাকে নিয়ে রেদওয়ান রনির এই প্রজেক্টটি এখন ঢাকাই সিনেমার অন্যতম প্রতীক্ষিত একটি সিনেমায় পরিণত হয়েছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0