বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

বক্স অফিসে মুখোমুখি ‘সুপারম্যান’ ও ‘কারাতে কিড’!

আগামী ১১ জুলাই বিশ্বব্যাপী এবং একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত দুটি বড় মাপের হলিউড সিনেমা— ‘সুপারম্যান’ এবং ‘কারাতে কিড: লিজেন্ডস’।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: সিনেমা প্রেমীদের জন্য এই সপ্তাহটি হতে চলেছে দারুণ উত্তেজনার। আগামী ১১ জুলাই বিশ্বব্যাপী এবং একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত দুটি বড় মাপের হলিউড সিনেমা— ‘সুপারম্যান’ এবং ‘কারাতে কিড: লিজেন্ডস’। একদিকে যেমন থাকছে সুপারহিরো সিনেমার নতুন যুগের সূচনা, তেমনই অন্যদিকে থাকছে কিংবদন্তিদের পর্দায় ফেরার নস্টালজিয়া। দুটি ভিন্ন স্বাদের এই সিনেমার লড়াই বক্স অফিসে এক নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

নতুন যুগের ‘সুপারম্যান’ টিজার ও ট্রেলার প্রকাশের পর থেকেই ‘সুপারম্যান’ ছবিটি নিয়ে আলোচনা তুঙ্গে। এটি শুধু একটি সিনেমা নয়, পরিচালক জেমস গানের হাত ধরে ডিসি ইউনিভার্সের নতুন যুগের সূচনা হতে যাচ্ছে এই ছবির মাধ্যমে। এবার সুপারম্যান চরিত্রে দেখা যাবে নতুন মুখ, মার্কিন অভিনেতা ডেভিড কোরেনসোয়েটকে।

পরিচালক জেমস গান জানিয়েছেন, এটি শুধুমাত্র একটি সুপারহিরো অ্যাকশন মুভি নয়, বরং এর মাধ্যমে তিনি মানবিকতা, অভিবাসন, নৈতিকতা ও রাজনীতির মতো গভীর বিষয়কে তুলে ধরেছেন। তাঁর মতে, এই সিনেমা যুক্তরাষ্ট্রের আত্মপরিচয় ও মানবিক গুণাবলির প্রতিচ্ছবি। সুপারম্যান চরিত্রটিকে বরাবরই ন্যায়, সাহস ও আশার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। তার বুকে থাকা 'এস' চিহ্নটি শুধু তার পরিচয় নয়, এটি ‘আশা’র প্রতীক।

কিংবদন্তিদের প্রত্যাবর্তন: ‘কারাতে কিড: লিজেন্ডস’ অন্যদিকে, ‘কারাতে কিড: লিজেন্ডস’ ছবি দিয়ে বড় পর্দায় ফিরছেন মার্শাল আর্ট কিংবদন্তি জ্যাকি চ্যান এবং রাল্ফ মাচ্চিও। ২০১০ সালের ‘দ্য কারাতে কিড’ এবং জনপ্রিয় টিভি সিরিজ ‘কোবরা কাই’-এর ধারাবাহিকতায় তৈরি এই ছবিতে দেখা যাবে এক নতুন প্রজন্মের গল্প।

ছবিতে জ্যাকি চ্যান তাঁর পুরোনো ‘মিস্টার হান’ চরিত্রেই ফিরেছেন। নতুন চরিত্র লি হান নিউইয়র্কে এসে তাঁর কাছে মার্শাল আর্টের প্রশিক্ষণ নেয়। পাশাপাশি, পুরোনো শত্রুতা ভুলে ড্যানিয়েল লারসো (রাল্ফ মাচ্চিও) এবং জনি লরেন্স একত্র হয়ে এক নতুন এবং ভয়ংকর প্রতিপক্ষ, দক্ষিণ কোরিয়ার মার্শাল আর্ট মাস্টার কিম তায় সাং-এর বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেন। নির্মাতারা মনে করছেন, এই ছবির মাধ্যমে পুরোনো ও নতুন প্রজন্মের মধ্যে এক দারুণ সেতুবন্ধ তৈরি হবে।

সব মিলিয়ে, এই শুক্রবারে দর্শকদের জন্য থাকছে দুটি ভিন্ন স্বাদের বড় আয়োজন। এখন দেখার বিষয়, বক্স অফিসের লড়াইয়ে নতুন যুগের সুপারম্যান জেতে, নাকি কারাতে কিডদের নস্টালজিয়া।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0