এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: শাহরুখ-কন্যা সুহানা খানের যেকোনো পোস্টই সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সম্প্রতি হলুদ পোশাকে তাঁর এক নতুন স্টাইলিশ পোস্টেও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার আলোচনার কেন্দ্রে শুধু সুহানার সাজ নয়, বরং সেই ছবিতে তাঁর বাবা, বলিউড বাদশা শাহরুখ খানের করা এক মিষ্টি মন্তব্য।
সম্প্রতি সুহানা খান তাঁর ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন, যেখানে তাঁকে হলুদ রঙের একটি ফুল-স্লিভ কোটি এবং শর্টসে দেখা যায়। চোখে গাঢ় মাসকারা, ঠোঁটে নুড গ্লস আর পরিপাটি করে বাঁধা চুল— সব মিলিয়ে একেবারে এক নতুন রূপে ধরা দেন তিনি। পোস্টের ব্যাকগ্রাউন্ডে বাজছিল তাঁরই ভাই, আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘দ্য বাস্টার্ডস অব বলিউড’-এর গান ‘বাদলি সি হাওয়া হ্যায়’।
ছবির ক্যাপশনে সুহানা লেখেন, “গান আর মাসকারা চলছে রিপিট মোডে।”মেয়ের এই পোস্টের নিচে শাহরুখ খান গানের কথার সঙ্গে মিলিয়ে এক মজাদার মন্তব্য করেন। তিনি লেখেন, “ইয়েহ বাদলি বাদলি সি, বাট সেম সেম প্রিটি”। বাবার এই ভালোবাসা মাখা প্রতিক্রিয়া মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের হৃদয় জয় করে নেয়।
২০২৩ সালে জয়া আখতারের ‘দ্য আর্চিস’ ছবির মাধ্যমে নেটফ্লিক্সে অভিষেক হলেও, এবার বড় পর্দায়ও বাবার সঙ্গেই পা রাখতে চলেছেন সুহানা। শাহরুখ খানের সঙ্গে তিনি অভিনয় করছেন বহু প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করছেন জ্যাকি শ্রফ, অনিল কাপুর, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোনসহ একঝাঁক তারকা।
বাবার সঙ্গে সুহানার এই মিষ্টি খুনসুটি এবং বড় পর্দায় তাঁদের একসঙ্গে আসার খবর— সবকিছু মিলিয়ে খান পরিবার এখন আলোচনার শীর্ষে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0