এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বলিউডের তারকা সন্তানদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। এবার সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন শাহরুখ-কন্যা সুহানা খান। অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন যখন তুঙ্গে, ঠিক তখনই এক পার্টিতে সালমান খানের ভাইপো, নির্বাণ খানের সঙ্গে ঘনিষ্ঠভাবে নাচতে দেখা গেল তাঁকে। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই নতুন করে গুঞ্জন শুরু হয়েছে— তবে কি অগস্ত্যর সঙ্গে সুহানার বিচ্ছেদ হয়ে গেছে এবং তাঁর জীবনে এসেছেন নতুন কেউ?
সম্প্রতি একটি পার্টিতে সোহেল খানের ছেলে নির্বাণ খানের সঙ্গে হাসিখুশি মেজাজে নাচতে দেখা যায় সুহানাকে। সেই পার্টিতে আরবাজ খানের ছেলে আরহান এবং সালমানের বোন অর্পিতাও উপস্থিত ছিলেন। কিন্তু যা সবচেয়ে বেশি চোখে পড়েছে, তিনি হলেন অগস্ত্য নন্দার অনুপস্থিতি।
‘দ্য আর্চিজ’ সিনেমার মুক্তির আগে থেকেই অগস্ত্য এবং সুহানার সম্পর্ক নিয়ে কানাঘুষা চলছিল। কিন্তু এই নতুন ভিডিওতে নির্বাণের সঙ্গে সুহানার রসায়ন এবং অগস্ত্যর অনুপস্থিতি— এই দুইয়ে মিলেই নেটিজেনরা নতুন সমীকরণ মেলাতে শুরু করেছেন। অনেকেই মনে করছেন, অগস্ত্য এখন সুহানার অতীত এবং তাঁর নতুন সঙ্গী সালমানের ভাইপো নির্বাণই।
উল্লেখ্য, ২০২৩ সালে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় সুহানা খানের, যেখানে তাঁর বিপরীতে ছিলেন অগস্ত্য নন্দা। তখন থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। যদিও তাঁরা কেউই এই বিষয়ে কখনও মুখ খোলেননি।
এবার নির্বাণের সঙ্গে তাঁর এই নতুন গুঞ্জন সুহানার ব্যক্তিগত জীবনকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এলো।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0