এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বেশ কয়েক মাস ধরেই বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান এবং দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার প্রেম নিয়ে গুঞ্জন চলছিল। পরিচালক অনুরাগ বসুর ‘আশিকি ৩’-এ জুটি বাঁধার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা তুঙ্গে। এবার সেই গুঞ্জনের আগুনে ঘি ঢালল কার্তিক আরিয়ানের বাড়ির গণেশ পূজার কিছু ছবি, যেখানে শ্রীলীলাকে দেখা গেছে তাঁর মায়ের সঙ্গে। এই ছবি প্রকাশ্যে আসতেই, ভক্তরা মনে করছেন, তাঁদের সম্পর্ক এখন শুধু প্রেমেই সীমাবদ্ধ নেই, হয়তো বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গেছে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে কার্তিক আরিয়ানের বাড়ির গণেশ পূজার ছবি ভাইরাল হয়েছে, যেখানে শ্রীলীলা এবং তাঁর মাকে দেখা গেছে। শুধু তাই নয়, শ্রীলীলার সঙ্গে কার্তিকের মায়ের এবং শ্রীলীলার মায়ের সঙ্গে কার্তিকের ছবিও ছড়িয়ে পড়েছে, যা দেখে অনেকেই মনে করছেন, এটি দুই পরিবারের মধ্যে একপ্রকার আনুষ্ঠানিক পরিচিতি পর্ব ছিল।
কয়েক মাস আগেই, উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে ‘আশিকি ৩’-এর শুটিং সেরেছেন কার্তিক ও শ্রীলীলা। শোনা যায়, সেই শুটিং সেটেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক দানা বাঁধে এবং তখন থেকেই তাঁদের নিয়ে গুঞ্জন শুরু হয়।
যদিও এই বিষয়ে কার্তিক বা শ্রীলীলা— কেউই এখনও পর্যন্ত মুখ খোলেননি, তবে কার্তিকের পারিবারিক অনুষ্ঠানে মায়ের সঙ্গে শ্রীলীলার এই উপস্থিতি তাঁদের সম্পর্কের গুঞ্জনকে এক নতুন মাত্রা দিল।
উল্লেখ্য, ‘পুষ্পা ২’-এর আইটেম গানে পারফর্ম করার পর থেকেই শ্রীলীলা বলিউডের নজরে আসেন। এরপরই অনুরাগ বসু তাঁকে ‘আশিকি ৩’-এর নায়িকা হিসেবে চূড়ান্ত করেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0