এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: একদিকে স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, অন্যদিকে দুর্গাপূজার মণ্ডপে নতুন নায়িকা সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে ‘প্রেমময়’ ছবি— সব মিলিয়ে, ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি দুর্গাপূজার সময়, অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে তোলা তাঁর কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর, তাঁদের নতুন প্রেমের গুঞ্জন জোরালো হয়েছে।
দুর্গাপূজার সময়, সৃজিত মুখার্জি তাঁর সামাজিক মাধ্যমে মণ্ডপের কিছু ছবি শেয়ার করেন। এর মধ্যে একটি ছবিতে, সৃজিত এবং সুস্মিতাকে একে অপরের দিকে ‘প্রেমময় দৃষ্টিতে’ তাকিয়ে থাকতে দেখা যায়, যা দেখেই নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়— তবে কি মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর, নতুন সম্পর্কে জড়িয়েছেন পরিচালক?
তবে এই প্রেমের গুঞ্জনকে সরাসরি উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। তিনি গণমাধ্যমকে বলেন, “আমরা দুজনে খুব ভালো বন্ধু। বলা যেতে পারে, খুব অল্প সময়ের মধ্যেই আমরা ঘনিষ্ঠ বন্ধু হয়েছি। যারা এসব নিয়ে কথা বলছেন, তাদের নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই।”
জানা গেছে, সৃজিতের নতুন সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে অভিনয় করছেন সুস্মিতা। এই সিনেমার সেটেই তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।
এরই মধ্যে, মিথিলার সঙ্গে সৃজিতের সম্পর্ক নিয়েও চলছে তুমুল জল্পনা। মিথিলা সম্প্রতি এক পডকাস্টে, সৃজিত এখনও তাঁর স্বামী কি না, এই প্রশ্নের জবাবে এক ধোঁয়াশাপূর্ণ উত্তর দিয়ে বলেন, “এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না।”
সব মিলিয়ে, একদিকে মিথিলার সঙ্গে সম্পর্কের অবনতির গুঞ্জন, অন্যদিকে নতুন নায়িকার সঙ্গে এমন ঘনিষ্ঠতা— সৃজিত মুখার্জির ব্যক্তিগত জীবন এখন টলিউডের ‘টক অফ দ্য টাউন’।
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0