এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ‘থ্রি ইডিয়টস’-এর সেই জনপ্রিয় ‘রাজু রাস্তোগি’, অর্থাৎ বলিউড অভিনেতা শরমন যোশী, এবার পা রাখতে চলেছেন বাংলা সিনেমার জগতে। ‘ভালবাসার মরশুম’ শিরোনামের একটি সিনেমার মাধ্যমে টলিউডে অভিষেক হতে চলেছে তাঁর। ছবিতে তাঁর সঙ্গে জুটি বাঁধবেন দুই বাংলার দুই জনপ্রিয় মুখ— বাংলাদেশের তানজিন তিশা এবং কলকাতার সুস্মিতা চ্যাটার্জি।
সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি অভিজাত ক্লাবে এই সিনেমার মোশন পোস্টার উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরমন যোশী এবং সুস্মিতা চ্যাটার্জি। তবে ভিসাজনিত সমস্যার কারণে বাংলাদেশের অভিনেত্রী তানজিন তিশা এই আয়োজনে উপস্থিত থাকতে পারেননি।
প্রথমবার বাংলা সিনেমায় কাজ করা নিয়ে শরমন যোশী অত্যন্ত উচ্ছ্বসিত। তিনি বলেন, “হিন্দি ছাড়াও মারাঠি ও দক্ষিণী ছবিতে কাজ করছি। বাংলা সিনেমায় যুক্ত হতে পেরে দারুণ লাগছে।”
এই ছবির জন্য তিনি এখন পুরোদমে বাংলা ভাষা শিখছেন। হাসতে হাসতে তিনি জানান, “এই মুহূর্তে সুস্মিতার কাছ থেকেই বাংলা শিখছি!” সহশিল্পী সুস্মিতার প্রশংসাও করেন তিনি, বলেন, “ওর কিছু কাজ দেখেছি। বেশ সম্ভাবনাময় অভিনেত্রী।”
এম এন রাজ পরিচালিত ‘ভালবাসার মরশুম’ একটি রোমান্টিক থ্রিলার। গল্পে শরমন যোশী অভিনয় করছেন প্রফেসর আবির চরিত্রে। কলেজ ছাত্রী হিয়া (তানজিন তিশা) তাঁর প্রেমে পড়ে, কিন্তু আবির তখনও তাঁর প্রাক্তন প্রেমিকা পারমিতা (সুস্মিতা)-কে ভুলতে পারেননি। এই ত্রিভুজ প্রেমের সম্পর্ক নিয়েই সিনেমার গল্প এগিয়ে যাবে।
বলিউড, টলিউড এবং ঢালিউডের তারকাদের নিয়ে তৈরি এই সিনেমাটি দর্শকদের জন্য এক নতুন ধরনের অভিজ্ঞতা হবে বলে আশা করছেন নির্মাতারা।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0