এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ঢালিউড সুপারস্টার শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও, দেশের ইতিহাস এবং শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে ভুলছেন না। গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকীতে শোক প্রকাশ করে আলোচনার জন্ম দেওয়ার পর, এবার তিনি মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীকে তাঁর ১০৭তম জন্মবার্ষিকীতে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন।
আজ, সোমবার (১ সেপ্টেম্বর), জেনারেল ওসমানীর জন্মবার্ষিকী উপলক্ষে শাকিব খান সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তাঁর ভেরিফায়েড পেজে লেখেন, “মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মুহম্মদ আতাউল গণি ওসমানীকে তাঁর জন্মবার্ষিকী-তে জানাই গভীর শ্রদ্ধা।” তিনি আরও যোগ করেন, “দেশের প্রতি তাঁর ভালোবাসা চিরকাল আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
শাকিব খানের এই পোস্টটি তাঁর সাম্প্রতিক এক বক্তব্যেরই প্রতিফলন। গত ১৫ আগস্টের পোস্ট নিয়ে যখন মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, তখন তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের কোনো রাজনৈতিক দলের সীমাবদ্ধতায় আবদ্ধ রাখা উচিত নয়।
তিনি বলেছিলেন, “দুঃখজনকভাবে অনেক সময় আমাদের জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের নাম, সম্মান এবং ত্যাগ শুধু রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এটা থেকে আমাদের বিরত থাকা উচিত।” শাকিব মনে করেন, “যারা আমাদের দেশ ও মানুষের জন্য জীবনের সর্বস্ব দিয়েছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। তাদের নিয়ে বিভাজন তৈরি নয়, বরং আমাদের সম্মিলিত একতা ও সংহতি গড়ে তোলা উচিত।”
যুক্তরাষ্ট্রে বসেও দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ দিনগুলোতে শাকিব খানের এই ধারাবাহিক পোস্ট প্রমাণ করে, তিনি তাঁর বলা কথাতেই অটল রয়েছেন এবং দলমতের ঊর্ধ্বে উঠে দেশের সকল শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে চান।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0