শনিবার, ২৩ আগস্ট ২০২৫

শাহরুখ শুধু তান্দুরি চিকেন খায় — বোমান ইরানি

“শাহরুখের হৃদয় অসাধারণ বড় এবং তার বাড়ির দরজা সবসময় খোলা থাকে সবার জন্য।” তিনি আরও বলেন, “তার বাড়িতে সবসময় স্ন্যাক্স রাখা থাকে, যে কেউ আসুক, খেয়ে বেরিয়ে যায়। যে কোনো সময় কল করলে তিনি বলেন, ‘হ্যাঁ, আসুন।’ আমার জীবনের সেরা মুহূর্তগুলোর মধ্যে শাহরুখের নাম অবশ্যই থাকবে।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে যাঁদেরই কাজ করার সুযোগ হয়েছে, তাঁরাই তাঁর ব্যবহারে মুগ্ধ। এবার সেই তালিকায় যোগ দিয়ে ‘কিং খান’-এর সঙ্গে তাঁর বন্ধুত্বের নানা অজানা এবং মজাদার গল্প শেয়ার করলেন বর্ষীয়ান অভিনেতা বোমান ইরানি। ‘হ্যাপি নিউ ইয়ার’-এর এই সহশিল্পী জানিয়েছেন, শাহরুখের হৃদয় যেমন বড়, তেমনই তাঁর একটি অভ্যাস রয়েছে যা বোমানকে বেশ বিরক্ত করে।

'হিউম্যানস অফ বোম্বে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বোমান ইরানি বলেন, “শাহরুখের হৃদয় অসাধারণ বড় এবং তার বাড়ির দরজা সবসময় খোলা থাকে সবার জন্য।” তিনি আরও বলেন, “তার বাড়িতে সবসময় স্ন্যাক্স রাখা থাকে, যে কেউ আসুক, খেয়ে বেরিয়ে যায়। যে কোনো সময় কল করলে তিনি বলেন, ‘হ্যাঁ, আসুন।’ আমার জীবনের সেরা মুহূর্তগুলোর মধ্যে শাহরুখের নাম অবশ্যই থাকবে।”

কাজের ক্ষেত্রেও শাহরুখ একজন দারুণ সহকর্মী। বোমানের ভাষায়, “কাজের সময় কোনো সমস্যাই আমাদের জন্য ভয়ংকর মনে হয় না। আমরা জানি, একসঙ্গে থাকলে সব সামলে নিতে পারব।”

তবে এত প্রশংসার মাঝেও, শাহরুখের একটি অভ্যাস নিয়ে মুচকি হেসে অভিযোগ করেছেন বোমান। তিনি বলেন, “খাবারের ব্যাপারে শাহরুখ ভয়ংকর একঘেয়ে।সে শুধু তন্দুরি চিকেন খায়! বাইরে ঘুরতে গেলে খাওয়ার প্রতি কোনো আগ্রহ নেই। সবাই খেতে ব্যস্ত, আর শাহরুখ কথায় মগ্ন। খাবার ঠান্ডা হয়ে গেলেও তার কিছু যায় আসে না।”

শাহরুখের এই মজাদার ‘বদভ্যাস’-এর কথা শুনে ভক্তরাও বেশ মজা পেয়েছেন।

শাহরুখ খান এবং বোমান ইরানি একসঙ্গে ছয়টি বলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন, যা তাদের অন-স্ক্রিন বোঝাপড়াকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। তাদের একসঙ্গে পথচলা শুরু হয়েছিল 'ম্যায় হুঁ না' (২০০৪) দিয়ে, এরপর তারা ডন (২০০৬) এবং এর সিক্যুয়েল ডন ২ (২০১১)-এ অভিনয় করেন। তারা হ্যাপি নিউ ইয়ার (২০১৪) নামক হেইস্ট-কমেডি ছবিতে পুনরায় একত্রিত হন এবং তারপরে 'দিলওয়ালে' (২০১৫)-তেও একসঙ্গে কাজ করেন। সবচেয়ে সম্প্রতি, এই জুটিকে রাজকুমার হিরানির 'ডাঙ্কি' (২০২৩) ছবিতে একসঙ্গে দেখা গেছে। 

উল্লেখ্য, শাহরুখ খানকে খুব শীঘ্রই ‘কিং’ সিনেমায় দেখা যাবে, যেখানে তিনি তাঁর মেয়ে সুহানা খানের সঙ্গে প্রথমবার পর্দা ভাগ করবেন। অন্যদিকে, বোমান ইরানিও তাঁর বহুমুখী অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে চলেছেন। দুই বন্ধুর এই মধুর সম্পর্ক বলিউডের অন্যতম সেরা বন্ধুত্বের উদাহরণ।


বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0