এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: আসন্ন দুর্গাপূজায় মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রক্তবীজ ২’। ছবির ট্রেইলার প্রকাশের পর থেকেই যে উন্মাদনা তৈরি হয়েছিল, তা আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে সিনেমার প্রথম গান। শুক্রবার (২২ আগস্ট) সকালে মুক্তি পেয়েছে ছবিটির আইটেম গান ‘অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেও না’, যেখানে ঝড় তুলেছেন অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান।
গানটিতে সবুজ পোশাকে এক বিস্ফোরকের ড্রাম ভেঙে বের হতে দেখা যায় নুসরাত জাহানকে। চোখধাঁধানো সাজ, প্রাণবন্ত নাচ এবং গানের আকর্ষণীয় কথায় তিনি দর্শকদের মুগ্ধ করেছেন। তবে গানের সবচেয়ে বড় চমক হলো, এর মাঝপথে হঠাৎই অ্যাকশন লুকে হাজির হন সিনেমার মূল নায়িকা মিমি চক্রবর্তী। আইটেম গানের সঙ্গে অ্যাকশনের এই মিশ্রণ দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা।
‘রক্তবীজ ২’-এর এই গানটির কথা লিখেছেন জিনিয়া সেন, সুর করেছেন প্রখ্যাত শিল্পী শিলাজিৎ মজুমদার এবং কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠা দাস। জানা গেছে, গানটি শুধু বিনোদনের জন্যই নয়, সিনেমার গল্পের সঙ্গেও এর বিশেষ গুরুত্ব রয়েছে।
‘রক্তবীজ’-এর প্রথম পর্বের মতোই এই পর্বেও অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি এবং মিমি চক্রবর্তী। নতুন করে এই পর্বে যুক্ত হয়েছেন অঙ্কুশ হাজরা, কৌশানী মুখার্জি এবং সীমা বিশ্বাসের মতো তারকারা।
আগামী ২৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রক্তবীজ ২’। ট্রেইলারের পর এই জমজমাট গানটি সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশাকে এখন এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0