এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে শোবিজে সক্রিয় থাকলেও বর্তমানে পর্দার ব্যস্ততা থেকে কিছুটা দূরে আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে তার ভক্ত-অনুরাগীদের কাছে জনপ্রিয়তা একটুও কমেনি। তাই মাঝেমধ্যে ভিন্নধর্মী ফটোশুট ও মেকওভারে নতুনভাবে নিজেকে উপস্থাপন করেন তিনি।
শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেন অপু বিশ্বাস। ছবিতে দেখা যায়, সাদা শাড়ি, রুপালি কাজ আর অভিজাত গয়নায় সজ্জিত নায়িকা কখনো মিষ্টি হাসি, কখনো স্নিগ্ধ ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন।
এই ফটোশুটের ক্যাপশনে তিনি লিখেছেন— ‘যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন।’ কয়েক ঘণ্টার মধ্যেই ছবিগুলোতে হাজারো ভক্তের প্রতিক্রিয়া আসে; মন্তব্যের ঘর ভরে ওঠে প্রশংসায়।
অভিনেত্রী অপু বিশ্বাস ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন। তবে তার অভিনয়যাত্রা শুরু হয়েছিল আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর শাকিব খানের সঙ্গে দীর্ঘ সময় জুটি বেঁধে কাজ করে ঢালিউডে অন্যতম জনপ্রিয় নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পান তিনি।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0