রবিবার, ২৪ আগস্ট ২০২৫

আবারও এক সাথে হাবিব ওয়াহিদ ও আতিয়া আনিসা

‘হাবিব ভাইয়ের সঙ্গে গাওয়া আগের গানগুলো যেমন শ্রোতাদের ভালোবাসা পেয়েছিল, তেমনই ‌‘তোর আদরে’ গানটিকেও দর্শক-শ্রোতারা আপন করে নেবেন বলে আমার বিশ্বাস।’

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও কণ্ঠশিল্পী আতিয়া আনিসা আবারও একসঙ্গে গাইলেন নতুন গান। তাদের এবারের গানের শিরোনাম ‘তোর আদরে’। গানটি হাবিব ওয়াহিদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। এ গানের কথা লিখেছেন অমিতা কর্মকার, সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব নিজেই।

নতুন গান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আতিয়া আনিসা বলেন, ‘হাবিব ভাইয়ের সঙ্গে গাওয়া আগের গানগুলো যেমন শ্রোতাদের ভালোবাসা পেয়েছিল, তেমনই ‌‘তোর আদরে’ গানটিকেও দর্শক-শ্রোতারা আপন করে নেবেন বলে আমার বিশ্বাস।’

‘তোর আদরে’ গানটি শুধু ইউটিউবে নয়, পাশাপাশি স্পটিফাই, স্বাধীন মিউজিকসহ বিভিন্ন ডিজিটাল অডিও প্ল্যাটফর্মেও প্রকাশ করা হয়েছে।

হাবিব ও আতিয়া আনিসা জুটির এটি চতুর্থ গান। এর আগে তারা একসঙ্গে গেয়েছেন ‘হোক বাড়াবাড়ি’, ‘কোন খেয়ালে’ ও ‘ঘোর কেটে যায়’ শিরোনামের গান। ২০২৩ সালে প্রকাশ পেয়েছিল তাদের প্রথম দ্বৈত গান ‘হোক বাড়াবাড়ি’, যা লিখেছিলেন মারুশা এবং সুর-সংগীত করেছিলেন হাবিব ওয়াহিদ।

এদিকে, আতিয়া আনিসা প্রথমবারের মতো যাচ্ছেন যুক্তরাষ্ট্র সফরে। সেখানে ১৪টি স্টেজ শো-তে গান পরিবেশন করবেন তিনি। আগামী ২৬ আগস্ট যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন তিনি।


বাংলাফ্লো/এইচএম  

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0