রবিবার, ২৪ আগস্ট ২০২৫

যৌনকর্মীর চরিত্রটি আমাকে ভেতর থেকে বদলে দিয়েছে—রুনা খান

“আমরা কি একটু বেশি মানবিক হতে পারি না? যৌনকর্মীদের প্রতিও যদি সহানুভূতি দেখানো যেত! আসলে এই চরিত্র আমাকে ভেতর থেকে বদলে দিয়েছে, মননশীল করেছে।”

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ছোট পর্দা হোক বা বড় পর্দা, অভিনেত্রী রুনা খান বরাবরই তাঁর শক্তিশালী এবং বাস্তবধর্মী অভিনয়ের জন্য প্রশংসিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কীভাবে একটি বিশেষ চরিত্র তাঁর জীবন এবং দৃষ্টিভঙ্গিকে পুরোপুরি বদলে দিয়েছিল। ‘নীলপদ্ম’ সিনেমায় একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা তাঁকে ভেতর থেকে নাড়া দিয়ে গেছে বলে জানান তিনি।

রুনা খান বলেন, “‘নীলা’ চরিত্রে অভিনয় করেছি; যে একজন যৌনকর্মী। এই চরিত্রটা করতে গিয়ে এ পেশার মানুষের জীবনের যে গভীর যন্ত্রণা, অপমান আর বাস্তবতা— তা খুব কাছ থেকে দেখেছি, অনুভব করেছি; আর এ অভিজ্ঞতাই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছে।”

তিনি আরও যোগ করেন, “আমরা কি একটু বেশি মানবিক হতে পারি না? যৌনকর্মীদের প্রতিও যদি সহানুভূতি দেখানো যেত! আসলে এই চরিত্র আমাকে ভেতর থেকে বদলে দিয়েছে, মননশীল করেছে।”

রুনা খান আরও জানান, তিনি খুব শীঘ্রই আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ নামের একটি নতুন সিনেমায় অভিনয় করতে চলেছেন। সেখানে তাঁকে একজন সিনেমার নায়িকার ভূমিকায় দেখা যাবে। এই ছবিটি তারকাদের পর্দার আড়ালের ব্যক্তিগত সুখ-দুঃখের গল্প বলবে।

তিনি বলেন, “আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, দর্শকরা শুধু আমাদের পর্দায় দেখেন। কিন্তু পর্দার বাইরেও আমাদের আলাদা জীবন আছে, আছে সুখ-দুঃখের গল্প।”

সাক্ষাৎকারে রুনা খান মিডিয়াতে নারীদের উপস্থাপন নিয়েও কথা বলেন। তিনি বলেন, “আমি চাই নারীকে শুধুমাত্র মানুষ হিসেবে দেখা হোক। নাটক, সিনেমা কিংবা সংবাদ— সব জায়গায় নারীদের এমনভাবে উপস্থাপন করুক, যেন তারা স্বাভাবিক অধিকার পায়।”

সব মিলিয়ে, রুনা খানের এই সাক্ষাৎকারটি শুধু তাঁর নতুন কাজের ঘোষণাই ছিল না, ছিল একজন সংবেদনশীল শিল্পী হিসেবে তাঁর গভীর পর্যবেক্ষণ এবং সামাজিক দায়বদ্ধতার এক বলিষ্ঠ প্রকাশ।


বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0