এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: তিনি ছিলেন এক শরণার্থী পরিবারের সন্তান,সময় তাকে আজ বানিয়েছে সংগীত জগতের অন্যতম উজ্জ্বল তারকা। তিনি ডুয়া লিপা। গতকাল, শুক্রবার (২২ আগস্ট) এই জনপ্রিয় পপ সুপারস্টার ৩০ বছরে পা রাখলেন। কসোভো যুদ্ধ থেকে পালিয়ে আসা এক পরিবারের মেয়ে হয়েও, নিজের প্রতিভা, পরিশ্রম এবং অধ্যবসায়ের জোরে তিনি আজ সফল গায়িকা, অভিনেত্রী এবং হাজার কোটি টাকার মালিক। তাঁর এই জীবনকাহিনী নতুন প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা।
ডুয়া লিপার বাবা-মা কসোভো যুদ্ধের সময় শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখানেই ১৯৯৫ সালে ডুয়ার জন্ম হয়। লন্ডনের সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠলেও, তাঁর পথচলা সহজ ছিল না। মাত্র ১৫ বছর বয়সে তিনি সিলভিয়া ইয়ং থিয়েটার স্কুলে ভর্তি হন এবং স্বপ্নের পেছনে ছুটতে শুরু করেন। সেই সময় তিনি ওয়েট্রেস এবং মডেলিংয়ের মতো কাজ করার পাশাপাশি, ইউটিউব ও সাউন্ডক্লাউডে নিজের গান প্রকাশ করতেন।
২০১৭ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘ডুয়া লিপা’ মুক্তি পাওয়ার পরই তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান। ‘নিউ রুলস’-এর মতো গান তাঁকে এনে দেয় ‘বেস্ট নিউ আর্টিস্ট’ হিসেবে গ্র্যামি অ্যাওয়ার্ড।
তবে ২০২০ সালে মুক্তি পাওয়া তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘ফিউচার নস্টালজিয়া’ তাঁকে ক্যারিয়ারের শীর্ষে পৌঁছে দেয়। ‘ডোন্ট স্টার্ট নাউ’ এবং ‘লেভিটেটিং’-এর মতো গানগুলো আন্তর্জাতিক চার্টে ঝড় তোলে এবং অ্যালবামটি জিতে নেয় গ্র্যামি ও ব্রিট অ্যাওয়ার্ডস।
বর্তমানে তিনি তাঁর তৃতীয় অ্যালবাম ‘র্যাডিক্যাল অপটিমিজম’-এর বিশ্ব সফরে ব্যস্ত রয়েছেন। সংগীতের পাশাপাশি, অভিনয়েও তিনি ছাপ রেখেছেন। ২০২৩ সালে ‘বার্বি’ এবং এরপর ‘আর্গাইল’ চলচ্চিত্রেও তাঁকে অভিনয় করতে দেখা গেছে।
‘দ্য সানডে টাইমস’ প্রকাশিত ‘ফোরটি আন্ডার ফোরটি রিচ লিস্ট’ অনুযায়ী, ডুয়া লিপা এখন যুক্তরাজ্যের অন্যতম ধনী তরুণ তারকা, যাঁর সম্পদের পরিমাণ ১১৫ মিলিয়ন পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় ষোলো হাজার দুইশ ষোলো কোটি পনেরো লক্ষ টাকা। এক শরণার্থী কন্যার এই বিশ্বজয়ের গল্প প্রমাণ করে, আত্মবিশ্বাস থাকলে যেকোনো প্রতিকূলতাই জয় করা সম্ভব।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0