এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: প্রায় ১৮ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান। আবারও এক ফ্রেমে ফিরছেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি অক্ষয় কুমার এবং সাইফ আলি খান। বর্ষীয়ান পরিচালক প্রিয়দর্শনের নতুন হিন্দি থ্রিলার ‘হাইওয়ান’-এ একসঙ্গে দেখা যাবে তাঁদের। ইতোমধ্যেই কেরালার কোচিতে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।
কাজের প্রথম দিনেই অক্ষয় কুমার ইনস্টাগ্রামে একটি বিহাইন্ড দ্য সিন ভিডিও পোস্ট করে ভক্তদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছেন। ভিডিওতে দেখা যায়, অক্ষয় একটি ‘সেইন্ট’ লেখা টি-শার্ট পরে আছেন।
তাঁকে দেখে পরিচালক প্রিয়দর্শন মজা করে বলেন, টি-শার্টে ‘হাইওয়ান’ (শয়তান) লেখা উচিত ছিল। এর জবাবে অক্ষয় কুমার হাসতে হাসতে সাইফ আলি খানের দিকে ইঙ্গিত করে বলেন, “সে (সাইফ) হতে পারে আসল শয়তান। এক শয়তানকে তুমি চেনো, অন্যটা তোমার অজানা!”
ভিডিওর ক্যাপশনে অক্ষয় লেখেন, “১৮ বছর পর সাইফের সঙ্গে আবার কাজ করে দারুণ লাগছে।”
জানা গেছে, ‘হাইওয়ান’ হলো ২০১৬ সালের প্রশংসিত মালায়লাম থ্রিলার ‘ওপ্পম’-এর হিন্দি রিমেক। মূল ছবিতে কিংবদন্তি অভিনেতা মোহনলাল একজন অন্ধ নিরাপত্তারক্ষীর ভূমিকায় অভিনয় করেছিলেন।
এই থ্রিলারটিতে অক্ষয় ও সাইফ ছাড়াও আরও অভিনয় করছেন কাজল এবং ববি দেওল। তাঁদের শেষ একসঙ্গে দেখা গিয়েছিল ২০০৮ সালের ‘তাশান’ ছবিতে। এত বছর পর এমন এক তারকাখচিত কাস্ট নিয়ে প্রিয়দর্শনের মতো পরিচালকের সিনেমায় এই জুটির প্রত্যাবর্তন বক্স অফিসে ঝড় তুলবে বলেই আশা করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। ছবিটি আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালে, মুক্তি পাবে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0