এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ‘আয়নাবাজি’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা সামাজিক মাধ্যমে খুব একটা সক্রিয় না থাকলেও, যখনই কিছু বলেন বা লেখেন, তা আলোচনার জন্ম দেয়। এবার তিনি সমাজের ভণ্ডামি এবং অন্যায়ের প্রতি নীরব থাকা মানুষদের নিয়ে এক তীব্র এবং ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, যখন একজন চোর নীতিকথা বলে এবং মগজ ধোলাই হওয়া মানুষ তাতে ‘মারহাবা’ বলে, তখন নিজেকে তাঁর খুব অসহায় লাগে।
ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নাবিলা লেখেন, “যে চোর সে যখন নীতিকথা বলে, আর তার ভণ্ডামিতে মগজ ধোলাই হওয়া মানুষগুলো যখন মারহাবা মারহাবা করে তখন নিজেকে খুব অসহায় লাগে।”
তিনি আরও যোগ করেন, “কারণ, তার ভণ্ডামির কথা কেউ জানাতে পারছে না। সমাজের এক অদ্ভুত শেকলে আমরা বাঁধা আর আমাদের এই অসহায়ত্বের সুযোগ নিয়ে সেই সকল চোর আর সৃজনশীল ভণ্ড একের পর এক তার ভণ্ডামি চালিয়ে যায়।”
যদিও নাবিলা তাঁর এই পোস্টে নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করেননি, তবে তাঁর এই ক্ষোভ এবং হতাশা সামাজিক মাধ্যমের অনেক ব্যবহারকারীর মনের কথাই বলেছে। অনেকেই তাঁর এই সাহসী বক্তব্যের প্রশংসা করেছেন।
বর্তমানে মাসুমা রহমান নাবিলা তাঁর মুক্তি প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘আকা’-র প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন। ভিকি জাহেদ পরিচালিত এই সামাজিক থ্রিলার ঘরানার সিরিজটিতে তিনি ‘মেঘা’ নামের এক দৃঢ়চেতা নারীর চরিত্রে অভিনয় করেছেন। তাঁর বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।
সিরিজটি নিয়ে নাবিলা বলেন, “আমার জন্য আকা খুবই বিশেষ কাজ। আমার প্রথম সিরিজ হিসেবে এই কাজটা করে আমি খুবই আনন্দিত। সত্যিই আশা করি দর্শক শুধু আমার চরিত্রটাই নয়, আকা সিরিজের গল্প, আবহ এবং নির্মাণকে আপন করে নেবে।”
আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই হইচই প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0