এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: কন্নড় চলচ্চিত্র জগতে (স্যান্ডালউড) নেমে এলো আরও এক শোকের ছায়া। ‘কেজিএফ: চ্যাপ্টার ১’-এ বোম্বের ‘ডন শেঠি’র ভূমিকায় অভিনয় করে যিনি ভারতজুড়ে খ্যাতি পেয়েছিলেন, সেই প্রখ্যাত অভিনেতা দিনেশ মাঙ্গালোর মারা গেছেন। সোমবার (২৫ আগস্ট) ভোররাতে নিজ বাসভবনে ৫৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণের জটিলতায় ভুগছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, গত এক বছর ধরেই দিনেশ শারীরিকভাবে অসুস্থ ছিলেন। সম্প্রতি তিনি ‘কান্তারা: অধ্যায় ১’ চলচ্চিত্রের শুটিং করতে গিয়ে স্ট্রোক করেন। প্রাথমিক চিকিৎসার পর বেঙ্গালুরুতে তিনি কিছুটা সুস্থ হয়ে উঠলেও, গত সপ্তাহে তাঁর শারীরিক অবস্থার আবারও অবনতি হয়। তাঁকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।
দিনেশ মাঙ্গালোর প্রথমে একজন আর্ট ডিরেক্টর হিসেবে তাঁর কর্মজীবন শুরু করলেও, পরবর্তীতে অভিনয়ের জগতে পা রাখেন। অভিনয় গুণে তিনি কন্নড় সিনেমার অন্যতম সেরা পার্শ্বচরিত্রের অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। ‘কেজিএফ: চ্যাপ্টার ১’-এ তাঁর অভিনয় তাঁকে দেশব্যাপী জনপ্রিয়তা এনে দেয়। এ ছাড়াও, তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘কিরিক পার্টি’, ‘রানা বিক্রম’, ‘আম্বারি’, ‘বেট্টাদা জীবন’ ইত্যাদি।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় তাঁর মরদেহ উডুপির নিজ বাড়িতে আনা হয়েছে। আজ ২৬ আগস্ট, সকালে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর ভারতের সুমনাহল্লি শ্মশানে অভিনেতার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তাঁর এই অকাল প্রয়াণে কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রিতে গভীর শোক নেমে এসেছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0