বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

মামলা করেও স্বামীর ঘরে ফিরতে চান সানাই

“সে আমার কাছ থেকে ১৯ লাখ টাকা নিয়েছে। আমার ভয়েস রেকর্ড আছে। এখন আবার টাকা না দিলে সংসার করবে না। আমি কোথা থেকে টাকা আনব?”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: যৌতুক দাবি এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করেছিলেন মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সেই মামলার শুনানিতে, আদালতে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তিনি বিচারককে বলেন, স্বামী যদি তাঁর ভরণপোষণের সম্পূর্ণ দায়িত্ব নেন, তবে তিনি আবারও সংসার করতে প্রস্তুত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। সানাইয়ের স্বামী আবু সালেহ মূসা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

শুনানির সময় আবেগাপ্লুত হয়ে সানাই বলেন, “আমার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছেন। আমার দায়িত্ব যদি স্বামী না নেয়, তাহলে কে নেবে? অন্য ছেলে নেবে?” তিনি আরও অভিযোগ করেন, “সে আমার কাছ থেকে ১৯ লাখ টাকা নিয়েছে। আমার ভয়েস রেকর্ড আছে। এখন আবার টাকা না দিলে সংসার করবে না। আমি কোথা থেকে টাকা আনব?”

অন্যদিকে, মূসার আইনজীবী জানান, তাঁর মক্কেল সংসার করতে চান এবং বিষয়টি আপোসে নিষ্পত্তি করতে আগ্রহী।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর, বিচারক বলেন, “মামলাটি আপোসযোগ্য। আসামি সংসার করতে চায়, তাকে সুযোগ দিতে হবে।” এরপর তিনি আপোসের শর্তে আবু সালেহ মূসার জামিন মঞ্জুর করেন।

জানা গেছে, আগামী মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উভয় পক্ষ বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনায় বসবেন।

২০২২ সালের ২৭ মে সানাই মাহবুব ও আবু সালেহ মূসার বিয়ে হয়। মামলার অভিযোগে বলা হয়, বিয়ের পর ব্যবসার কথা বলে মূসা সানাইয়ের কাছ থেকে মোট ১৯ লাখ টাকা নেন। পরবর্তীতে তিনি আরও ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন এবং টাকা না দেওয়ায় সানাইকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

অভিনেত্রী চমকের নতুন দর্শন
১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:২২ দুপুর
আবারও একসাথে আবীর-সোহিনী
১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:০৫ দুপুর
রণবীর আসছেন জেমস বন্ডের রূপে!
১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৫০ দুপুর
Leave a Comment

Comments 0