এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক জানিয়েছেন, তিনি এখন তাঁর কাজের ধারা এবং জীবনের অর্জন নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুধুমাত্র ভালো অভিনয় বা বড় প্রজেক্ট করাই এখন আর তাঁর কাছে একমাত্র লক্ষ্য নয়, বরং তিনি এখন সেইসব কাজেই যুক্ত হতে চান, যা সমাজ এবং মানুষের জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
নিজের নাম এবং ব্যক্তিত্ব নিয়ে চমক বলেন, “আমার লাইফটাই তো চমক, এভরিডে ইজ চমক। ...আমি যেখানে যাই ওটাই চমক।”
ক্যারিয়ার নিয়ে নিজের নতুন দর্শন তুলে ধরে অভিনেত্রী বলেন, “আগে আমি মনে করতাম, আমি দুটো অসাধারণ নাটক বা ওটিটি কিংবা সিনেমা করলে সেটা বোধহয় অনেক বড় একটা অর্জন হবে। কিন্তু আমার কাছে এখন জীবনের অর্জন সংজ্ঞাটা একটু বদলে গেছে।”
তিনি প্রশ্ন তোলেন, “আমি দুটো বড় কাজ করলে ওইগুলো আর্টিস্ট হিসেবে আমাকে অনেক বড় জায়গায় নিয়ে যাচ্ছে। কিন্তু আমি সোসাইটিকে কী মেসেজ দিচ্ছি বা মানুষের কী উপকার হচ্ছে?”
অতীতের কিছু কাজ নিয়ে তিনি বলেন, “আমি বুঝে না বুঝে অনেক কাজ করে ফেলেছি। এখন ওই কাজগুলোই পছন্দ করছি, যেগুলো মানুষের এবং আমাদের সোসাইটিতে একটা ভিন্নতা নিয়ে আসতে পারে।” তিনি সাফ জানিয়ে দেন, যে কাজ মানুষের জীবনে কোনো পরিবর্তন আনে না, সেই ধরনের কাজে তিনি আর যুক্ত হতে চান না।
কম সময়ের মধ্যেই অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রীর এমন পরিণত এবং সমাজ-সচেতন চিন্তাভাবনা অনেকেই প্রশংসা করছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0